মন্ত্রিসভায় রদবদলের পর নতুন শৃঙ্খলারক্ষা কমিটি! ঘোষণা মমতার

মন্ত্রিসভায় রদবদলের পর নতুন শৃঙ্খলারক্ষা কমিটি! ঘোষণা মমতার

কলকাতা: তৃণমূলের রাজ্য স্তরের সাংগঠনিক বৈঠকে মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই যে জল্পনা চলছিল, তাতে শিলমোহর পড়েছে আজ। ‘এক ব্যক্তি, এক পদ’ যে আর মানা হয়নি তা স্পষ্ট হয়েছে। এই ঘোষণা পর আজ নতুন শৃঙ্খলারক্ষা কমিটির কথাও ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- কিয়ভ থেকে ৪৮ জন পড়ুয়া নিয়ে হাঙ্গেরি সীমান্তে বসিরহাটের আজহার

এদিন মমতা জানিয়েছেন, নতুন শৃঙ্খলারক্ষা কমিটি তৈরি হয়েছে। কমিটিতে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে, সাংস্কৃতিক কমিটির প্রধান তৃণমূল বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী। বিভিন্ন জেলার দায়িত্বেও রদবদল করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের দায়িত্বে এলেন সৌমেন মিত্র। নদিয়ার দায়িত্বে আসলেন কল্লোল খান। আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নজরুল মঞ্চে বক্তৃতা দেওয়ার সময়  এই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণা পাশাপাশি নির্দলদের কড়া বার্তা দিয়েছেন তিনি।

আসলে সোমবারই এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ সেই মতো রাজভবনে ফাইলও পাঠানো হয়৷ সেই ফাইলে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন রাজ্যপাল৷ পরিবহণ দফতরের পাশাপাশি পুর ও নগরোন্নয়ন দফতরের বাড়তি দায়িত্ব দেওয়া হল ফিরহাদ হাকিমের হাতে৷ ফলে মন্ত্রিসভায় ফিরহাদ হাকিমের গুরুত্ব আরও বৃদ্ধি পেল৷ গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব ধরে রাখার পাশাপাশি বাড়তি দায়িত্ব পেলেন তিনি৷ এতদিন পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব ছিল চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে৷ তাঁর হাত থেকে সেই দায়িত্ব গেল ফিরহাদ হাকিমের হাতে৷ অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী থেকে তাঁকে অর্থ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − one =