মহা সমাবেশের পর কালীঘাটে বৈঠক, ‘২১-র’ মমতা কী ভাবছেন

মহা সমাবেশের পর কালীঘাটে বৈঠক, ‘২১-র’ মমতা কী ভাবছেন

কলকাতা: করোনা আবহে এই সমাবেশ করা যায়নি। দু’বছর পর আবার ২১ জুলাই আগের মতো হতে চলেছে। তাই তৃণমূল কর্মী এবং সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। ভোর থেকেই শহরে ভিড় বাড়তে শুরু করেছে। কারণ তৃতীয়বার ক্ষমতায় আসা এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বড় জনসমাবেশ হতে চলেছে। তবে আজ এই সমাবেশের থেমে থাকবেন না মমতা। বিকেলে আবার কালীঘাটে নিজের বাসভবনে বৈঠক ডেকেছেন তিনি। কী চলছে তাঁর মনে, তা জানতে উৎসুক সকলেই।

আরও পড়ুন- শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেই ২১ জুলাইয়ের আবেগে ভেসে কলকাতায় আলম

আজ ধর্মতলার এই সমাবেশের পর বিকেল ৪ টে নাগাদ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক ডাকা হয়েছে। যেখানে লোকসভা এবং রাজ্যসভার সব সাংসদরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। তাই অনুমান এই বৈঠকে বেশ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করা হবে। তবে সেটা ঠিক কী বিষয়ে তা এখনও জানা যায়নি। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের অনুমান, উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে তৃণমূল৷ তবে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বার্তা দেন, তা জানতেই আপাতত মুখিয়ে রয়েছেন দলীয় কর্মী-সমর্থকরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 9 =