দার্জিলিং: জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পাহাড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান শেষ করার পর তাঁকে দেখা যায় সম্পূর্ণ অন্য রূপে। কখনও রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা বানালেন তিনি, আবার সদ্য নির্মিত কফি হাউজ উদ্বোধন করে গাইলেন গান। রাজনীতি থেকে কিছুটা দূরে সরে গিয়ে এদিন ভিন্ন চরিত্রে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে।
আরও পড়ুন- শৈশবের ছোঁয়া পেতে আচমকা স্কুলে হাজির অরিজিৎ! ইংরেজির দিদিমণির পা ছুঁয়ে প্রণাম
দার্জিলিঙে রাজভবনের পাশে তৈরি হয়েছে একটি কফি হাউজ, তারই উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন করার পর সেই কফি হাউজ ঘুরে দেখেন তিনি। তাঁর সঙ্গী ছিলেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এই কফি হাউজের কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেন মুখ্যমন্ত্রী। এখানেই তাঁকে গান গাইতে শোনা যায়। কফি হাউসের ভিতরে সাহেব গেয়ে ওঠেন, ‘আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও…।’ সেই গানে গলা মেলান মুখ্যমন্ত্রী।
এদিকে আজ রাস্তা দিয়ে যাওয়ার সময়ে তাঁর নজর যায় একটি ফুচকার দোকানের দিকে। দোকানে ফিতে লাগানো ছিল, গাড়ি থেকে নেমে তার উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ফুচকা বানাতে উদ্যত হন তিনি। নিজেই সব সরঞ্জাম একসঙ্গে করে ফুচকা বানাতে শুরু করেন। সেই ফুচকা সকলকে খাওয়ান সেখানে। যারা তাঁর হাতের বানানো ফুচকা খান তাদের মধ্যে কিছু বাচ্চা যেমন ছিল, তেমনই ছিল এক বাংলাদেশি নাগরিক।