মমতার ‘মমতায়’ তৈরি হল মোমো, পাহাড়ে খোশ মেজাজে মুখ্যমন্ত্রী

মমতার ‘মমতায়’ তৈরি হল মোমো, পাহাড়ে খোশ মেজাজে মুখ্যমন্ত্রী

দার্জিলিং: জিটিএ শপথ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। আপাতত পাহাড়েই আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোনও রাজনৈতিক কর্মসূচি করছেন না বরং মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন বারেবারে। সম্প্রতি কর্মসূচির ফাঁকে তাঁকে দেখা যায় একটি ফুচকার দোকানে। নিজের হাতে ফুচকা বানিয়ে বাচ্চাদের খাওয়ান তিনি। তাঁর বানানো ফুচকা খেয়ে আপ্লুত হয় বড়রাও। এবার মমতাকে দেখা গেল আয়েস করে মোমো বানাতে। সেই ছবিও ভাইরাল হয়েছে।

আরও পড়ুন- শৈশবের ছোঁয়া পেতে আচমকা স্কুলে হাজির অরিজিৎ! ইংরেজির দিদিমণির পা ছুঁয়ে প্রণাম

আজ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিংমারি ঘুরে রিচমন্ড হিলের কাছে তাঁকে দেখা যায় মোমো বানাতে। একটি দোকানে ঢুকে গিয়ে অন্যান্য কর্মীদের সঙ্গে একেবারে বেঞ্চে বসে চাকি-বেলনা হাতে নিয়ে ময়দা বেলে মোমো বানান তিনি। একই সঙ্গে পথ চলতি মানুষ এবং দোকানের অন্যান্য কর্মীদের সঙ্গেও কথা বলেন মমতা। স্থানীয় মানুষের সুবিধা-অসুবিধার কথা জেনে নেন তিনি। এইভাবে সম্পূর্ণ অন্য রূপে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পেয়ে তাঁরা সকলেই অবাক। আবার আবেগপ্রবণও বটে। এদিন আবার রিচমন্ড হিল থেকে সিংমারিতে দার্জিলিং চিড়িয়াখানা পর্যন্ত হেঁটে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি দার্জিলিং কফি হাউজ ঘুরে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র সঙ্গীতও গাইতে দেখা গিয়েছে তাঁকে। দার্জিলিঙে রাজভবনের পাশে তৈরি হয়েছে একটি কফি হাউজ, তারই উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন করার পর সেই কফি হাউজ ঘুরে দেখেন তিনি। তাঁর সঙ্গী ছিলেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এই কফি হাউজের কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেন মুখ্যমন্ত্রী। এখানেই তাঁকে গান গাইতে শোনা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + fifteen =