ব্যাঙ্কগুলি এগিয়ে আসুক, স্টুডেন্ট কার্ড প্রদান অনুষ্ঠানে বার্তা মমতার

ব্যাঙ্কগুলি এগিয়ে আসুক, স্টুডেন্ট কার্ড প্রদান অনুষ্ঠানে বার্তা মমতার

কলকাতা: ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার স্বার্থে রাজ্য সরকার বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আরও বেশি করে ঋণ দেওয়ার আর্জি জানিয়েছে। আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উচ্চশিক্ষা দফতর আয়োজিত ছাত্র-ছাত্রীদের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদানের এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে যুক্ত হতে বিভিন্ন ব্যাঙ্ককে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন। এদিন মমতা এও বলেন, পড়াশোনার জন্য ছাত্র-ছাত্রীদের ঋণ মঞ্জুর না করলে রাজ্যের অগ্রগতি এবং উন্নয়ন আসবে না।

আরও পড়ুন- ইউক্রেনে আটকে থাকা ভারতীয়রা ফিরতে পারলেন না! অবতরণই হয়নি বিমানের

উল্লেখ্য গত বছরের ৩০ জুন চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সহজ শর্তে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। বর্তমানে এই সরকারি প্রকল্পটিকে সরকারি-বেসরকারি মিলিয়ে ১৪ টি ব্যাঙ্ক যুক্ত রয়েছে। এই ঋণের অর্থ গ্যারান্টেড হওয়ায় তা মার যাওয়ার সম্ভাবনা নেই বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজ্যে শিক্ষার উন্নয়নে এগিয়ে আসা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অডিট রিপোর্ট চেয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। আজকের অনুষ্ঠান থেকে রাজ্যের পাঁচ হাজার পড়ুয়ার হাতে এই কার্ড তুলে দেওয়া হয়। এই দিনের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী পথচারীদের সুরক্ষায় ইএম বাইপাসের চিংড়িঘাটায় প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুট ওভার ব্রিজটির উদ্বোধনও করেন।

আজ এই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় এও দাবি করেন, স্বাধীনতার সময় থেকে ২০১০ সাল পর্যন্ত শিক্ষার ক্ষেত্রে কোনও সুযোগ, সুবিধা ছিল না। শিক্ষাকে কী ভাবে উন্নত থেকে উন্নততর করা যায় সেই উদ্যোগ ছিল না। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার বাংলায় ক্ষমতার আসার পর তার পরিবর্তন হয়েছে। অনেক সুবিধা হয়েছে, সুযোগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + one =