কলকাতা: এসএসসি দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নিয়েছে, কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ওদিকে সিবিআই নিজেদের মতো তদন্ত করছে মামলায়। কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারীর। তাতে অবশ্যভাবে তৃণমূল কংগ্রেস সরকার চাপে রয়েছে কিন্তু এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন তাতে স্পষ্টভাবে ব্যক্ত করা যায় যে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের পাশেই রয়েছেন। আবার কার্যত মমতা এটাও মানতে নারাজ যে কোনও দুর্নীতি হয়েছে, তাঁর কথায় কিছু ‘ভুল’ হয়েছে যা স্বাভাবিক।
আরও পড়ুন- সিপিএমের পুরনো প্যাডে চাকরির সুপারিশ! কাগজের ছবি ভাইরাল
এদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এসএসসির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে কিছু ‘ভুল’ হয়েছে। লক্ষ চাকরি দিতে গিয়ে ৫০-১০০ টা ভুল হতেই পারে। মমতার কথায়, যে ‘ভুল’ হয়েছে, তা শুধরে নেবে রাজ্য সরকার। তা শুধরে নেওয়ার সময় দিতে হবে। বেকারদের চাকরি নিয়ে যদি কোনও সমস্যা হয় তাহলে তা মিটিয়ে নেওয়া হবে সময় মতোই। যদিও এই ইস্যুতে তিনি বেনজিরভাবে আক্রমণ করেছেন বর্তমান বিজেপি বিধায়ক এবং প্রাক্তন তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। মমতা নাম না করেই বলেন, মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ হয়ে উত্তর দিনাজপুর চাকরি দেওয়া হয়েছে। ‘দাদামণি’ চাকরি দিয়েছে। সিবিআই তাঁদের ধরবে না?
যদিও এর পাল্টা দিয়ে শুভেন্দু নিজে জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী হওয়ার পর থেকে তিনি মেদিনীপুরের জন্য কিছুই চাননি তাঁর কাছে থেকে। সামান্য একটা ব্ল্যাক বোর্ডও নয়। টাকা নিয়ে চাকরি দেওয়া তো দুরের কথা। এমনকি তিনি কখনও তাঁর কাছে বদলির আবেদন নিয়েও যাননি বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক। তাই এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর স্পষ্ট কথা, মুখ্যমন্ত্রী যে অভিযোগ তুলেছেন তা যদি তিনি প্রমাণ করতে পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেবেন।