সিঙ্গুর, নন্দীগ্রাম হতে দেব না! জমি অধিগ্রহণ ইস্যুতে কড়া মমতা

সিঙ্গুর, নন্দীগ্রাম হতে দেব না! জমি অধিগ্রহণ ইস্যুতে কড়া মমতা

কলকাতা: নতুন বিমানবন্দরের জন্যে জমি অধিগ্রহণ করতে গিয়ে এখানে সিঙ্গুর, নন্দীগ্রামের মত ঘটনা কোনও ভাবেই যেন আর না হয় রাজ্য সরকার সেই দিকে খেয়াল রাখবে। অখিলেশ যাদবের দলকে সমর্থন করতে উত্তরপ্রদেশ রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয় নিয়ে স্পষ্ট করে দিলেন তিনি।

আরও পড়ুন- সুর সম্রাজ্ঞীকে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে মুখ্যমন্ত্রী, উপস্থিত অগণিত মানুষ

উত্তরপ্রদেশ রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিকদের এই ইস্যুতে বলেন, বিমানবন্দরের জন্যে এক হাজার একর যে নতুন জমি দরকার সেটা খুঁজে পাওয়া সহজ কাজ নয়। তিনি বলেন, এর আগে মানুষদের কাছ থেকে জমি নিয়ে কোচবিহার, বালুরঘাট, মালদা বিমানবন্দর তৈরি করে দেওয়া হলেও সেগুলি এখনও দেশের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করা হয়নি। অন্ডাল বিমানবন্দর এখনও আন্তর্জাতিক ক্ষেত্রে যুক্ত করা হয়নি বলে তিনি অভিযোগ করেন। নতুন বিমানবন্দর তৈরির জন্যে কাউকে উচ্ছেদ করা হবে না বলেও মুখ্যমন্ত্রী জানান। কেন্দ্রীয় মন্ত্রীকে এই নিয়ে রাজনীতি না করার পরামর্শ দেন মমতা। উল্লেখ্য, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অভিযোগ করেন, এই ইস্যুতে কথা বলতে তিনি রাজ্য সরকারকে চিঠি দিলেও গত ছয় মাসে রাজ্যের তরফে কোনও উত্তর দেওয়া হয়নি।

উল্লেখ্য, দেশের কোভিড গ্রাফে নজর দিয়ে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তাই সরাসরি প্রচার না করতে পারলেও অখিলেশ যাদবের সঙ্গে ভার্চুয়াল সভায় যোগ দেবেন মমতা। ২ দফায় উত্তরপ্রদেশে ভার্চুয়াল প্রচার করবেন তিনি। লখনউ এবং বারাণসীতে প্রচার হবে। আজ মমতা বলেন, তিনি অখিলেশ যাদবের দল, সমাজবাদী পার্টিকে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সমর্থন করার জন্য লখনউ যাচ্ছেন। তিনি চান বিজেপি এই ভোটে হারুক এবং সমাজবাদী পার্টি জিতুক। মমতা মনে করেন, সব অ-বিজেপি দলগুলিকে একজোট হওয়া উচিত এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামা উচিত। তাই আসন্ন নির্বাচনে তিনি বিজেপির বিরুদ্ধে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টিকেই সমর্থন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − four =