একদিনে হঠাৎ কী হল! ‘গীতশ্রী’ নেই, ভাবতেই পারছেন না মুখ্যমন্ত্রী

একদিনে হঠাৎ কী হল! ‘গীতশ্রী’ নেই, ভাবতেই পারছেন না মুখ্যমন্ত্রী

কলকাতা: মঙ্গলের সন্ধ্যায় বিদায় নিয়েছেন সঙ্গীত জগতের সন্ধ্যা। বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ প্রয়াত হয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। লতা মঙ্গেশকরকে হারানোর শোক এখনও কাটাতে পারেনি দেশ, তার মাঝেই সন্ধ্যার বিদায়। বিরাট শূন্যতা সঙ্গীত জগতে। কিন্তু ‘গীতশ্রী’ যে নেই তা এখনও ভাবতেই পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- দিঘার হোটেলের ভয়াবহ আগুন, প্রাণ বাঁচাতে কার্নিশ থেকে ঝাঁপ পর্যটকদের!

গত ২৬ জানুয়ারি থেকেই অসুস্থ হয়ে পড়েন প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী। পর দিন সন্ধ্যা মুখোপাধ্যায়কে গ্রিন করিডোর করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, ফুসফুসে সংক্রমণ হয়েছিল তাঁর। পরবর্তী ক্ষেত্রে কোভিড আক্রান্ত হন তিনি, যদিও সেরে ওঠেন। সম্প্রতি অস্ত্রপচার হয়েছিল তাঁর। অবশেষে শেষ রক্ষা হয়নি। তাঁর প্রয়াণের খবর পেতেই মমতার প্রশ্ন, ‘একদিনে কী হয়ে গেল’? কোভিড থেকে সেরে ওঠার পরেই কী হল, কী ভাবে হল তিনি কিছুই বুঝতে পারছেন না। সংবাদ মাধ্যমকে সাময়িক প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, সন্ধ্যা মুখোপাধ্যায় যে করোনা আক্রান্ত হয়েছিলেন তা সবার আগে জানিয়েছিলেন মমতাই। এমনকি এসএসকেএম হাসপাতাল থেকে তাঁকে স্থানান্তর করার ব্যবস্থা তিনিই করেন।

কিছুদিন আগেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি শুরু হয়৷ বাথরুমে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন তিনি৷ নিউমোনিয়াও ছিল তাঁর৷ আচমকা ফুসফুসের সংক্রমণ আরও বেড়ে যায়৷ তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু হতেই চিকিৎসার তৎপরতা শুরু হয়৷ খবর পেয়েই তাঁকে ফোন করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরে জানা যায় তাঁর কোভিড হয়েছে। সেই মতো চিকিৎসা শুরু হয়। কোভিড মুক্ত হওয়ার পর কিছু সময় ভাল ছিলেন তিনি। কিন্তু পরে আবার শরীর খারাপ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − three =