কলকাতা: সম্প্রতি কেন্দ্রীয় সরকার একাধিক পণ্যে জিএসটি লাগু করেছে। তা নিয়ে দেশে ক্ষোভ এবং চর্চার শেষ নেই। বিরোধীরা একহাত নিয়ে বিজেপি সরকারকে নিশানা করেছে। এবার ২১ জুলাই মঞ্চ থেকে হাতে মুড়ি নিয়ে অভিনব খোঁচা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ‘খাবো কী’, এই প্রশ্ন তুলে জিএসটি ইস্যুতে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন তিনি। সঙ্গে সঙ্গে কোন দ্রব্যে কত জিএসটি সেই কথা জানতে চেয়ে আওয়াজ তুললেন, ”আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও।”
আরও পড়ুন- ‘বিজেপির মেরুদণ্ড বাঁকা’, মঞ্চে উঠেই নিশানা মমতার
২১ জুলাইয়ের মঞ্চে মমতা মুড়ি হাতে তার প্রতিবাদ করেন। একই সঙ্গে বিজেপি নেতা-নেত্রীদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, মুড়ি খাবেন না খাবেন না। এছাড়া তিনি বলেন, মুড়ি থেকে মিষ্টি সবেতে জিএসটি বসিয়ে দিয়েছে। তাহলে মানুষ খাবে কী? শুধু তাই নয়, রোগী হাসপাতালে ভর্তি হলেও জিএসটি দিতে হচ্ছে। মমতার কটাক্ষের সুরে প্রশ্ন, ‘মরে গেলে কত জিএসটি?’ এদিকে ২১ জুলাই শহিদ সমাবেশের মঞ্চে বক্তব্য রাখতে উঠেই বিজেপি শিবিরকে চরম নিশানা করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সকলকে বলেন, বিজেপির মেরুদণ্ড বাঁকা, কিন্তু তৃণমূল কংগ্রেসের মেরুদণ্ড সোজা ছিল এবং আছে। বিজেপির মেরুদণ্ডে একদিকে ইডি, একদিকে সিবিআই, অন্যদিকে আয়কর, আরেক দিকে জিএসটি। কিন্তু তৃণমূল মাথা উঁচু করে চলে।
