তুললেন শ্রীলঙ্কার প্রসঙ্গ! ভারতের অর্থনীতি নিয়ে বড় দাবি মমতার

তুললেন শ্রীলঙ্কার প্রসঙ্গ! ভারতের অর্থনীতি নিয়ে বড় দাবি মমতার

কলকাতা: অর্থনৈতিক সঙ্কটের কারণে করুণ অবস্থার সৃষ্টি হয়েছে শ্রীলঙ্কায়। দেশে জ্বালানির হাহাকার, বন্ধ পরিবহণ ব্যবস্থা৷ খরচ বাঁচাতে ১০ থেকে ১৩ ঘণ্টা ধরে চলছে লোডশেডিং৷ অন্ধকারে ডুবে গোটা দেশ। বিশ্ব মঞ্চ এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। কেন হল এমন অবস্থা তা নিয়ে আলোচনা তুঙ্গে। শ্রীলঙ্কার এই পরিস্থিতি নিয়ে ভারত সরকারকে খোঁচা দিয়ে বসলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ভারতের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার থেকেও খারাপ।

আরও পড়ুন- দিদিমার গর্ভে লালিত নাতনি! সন্তানের মুখ দেখার অপেক্ষায় গোটা পরিবার

এদিন নবান্নে থেকে সাংবাদিক বৈঠক করে শ্রীলঙ্কা ইস্যু নিয়ে মুখ খোলেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা জানান, শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা খারাপ চোখের সামনেই দেখা যাচ্ছে। ভারতের অবস্থাও কিন্তু খুব ভাল নয়। আজ শ্রীলঙ্কায় মানুষ বিদ্রোহ করতে রাস্তায় নেমেছে, ভারতের অর্থনৈতিক অবস্থা কিন্তু আরও খারাপ। এমনই স্পষ্ট দাবি তাঁর। মমতা বলেন, তিনি শ্রীলঙ্কার সঙ্গে এই দেশকে তুলনা করেন না। কিন্তু কোনও প্ল্যানিং নেই এই দেশে। ৯ দিনে ১০ বার, ১১ দিনে ১৩ বার জ্বালানির দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে। সব বিক্রি করে দেওয়া হচ্ছে। ব্যাঙ্ক থেকে শুরু করে এলআইসি। মানুষ জানে না ব্যাঙ্কের টাকা আর পাবে কিনা। অনেক রাজ্য জিএসটির টাকা পাচ্ছে না বলেও দাবি করেন তিনি। মমতার কথায়, বৃহত্তর সহযোগিতার কথা না ভেবে কেন্দ্রীয় সরকার যে ডালে বসে আছে সেটাই কাটছে। শুধুমাত্র নিজেদের রাজনৈতিক ফায়দা দেখতেই এটা করা হচ্ছে বলেও সরব হন তিনি।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি কী ভাবে সামাল দেওয়া যায় তার জন্য সর্ব দল বৈঠক ডাকার কথা জানিয়েছেন মমতা। তাঁর পরামর্শ, কী ভাবে দেশের অর্থনীতির হাল ফেরানো যায়, কী ভাবে পরিস্থিতি সামাল দিতে হবে তা আলোচনা জরুরি এবং সব দলকে ডেকে এই বৈঠক করা উচিত। সকলকে সতর্ক করে তিনি বলেছেন, দেশের সর্বনাশ হওয়া শুরু হলে কেউ আটকাতে পারবে না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =