কলকাতা: ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের সভার পরেই ইডি হানায় গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়। এই তল্লাশি অভিযান নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক শিবির। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযানের সময় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। যদিও তিনি এটাও বলেছেন, দোষ প্রমাণিত হলে শাস্তি নিশ্চিত, তাতে তিনি কিছু পরোয়া করবেন না। কিন্তু কেন্দ্রীয় সরকারকে বিঁধতে ছাড়লেন না মমতা। তাই তো কার্যত ইডিকে চ্যালেঞ্জ করলেন।
আরও পড়ুন- রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে বিমান, পার্থকাণ্ডের আবহে জল্পনা
বুধবার টিটাগড় ওয়াগনের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে হিন্দমোটরের মঞ্চ থেকে কার্যত কেন্দ্রীয় সংস্থাগুলিকে চ্যালেঞ্জ ছোড়েন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তাঁকে ফিরহাদ হাকিম জানিয়েছে যে সকাল থেকে নাকি তাঁর বাড়ির সামনে কেউ ঘুরে বেড়াচ্ছে। জিজ্ঞেস করছে, বাড়ি কোথায়। মমতার কথায়, ”আমার বাড়ি তো সবাই চেনে, আয় না।” এই কথা শুনে অনেকেই মনে করছেন সরাসরি বিজেপি সরকার এবং কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতা ঠিক কাকে লক্ষ্য করে ওই কথা বলেছেন, তা স্পষ্ট নয়। এদিকে আবার এই মঞ্চ থেকেই পার্থ কাণ্ডে সংবাদমাধ্যমকেও একহাত নিয়েছেন তিনি।
তিনি আজ বলেন, ‘কারোর না কারোর কিছু ভুলভ্রান্তি হতেই পারে। যদি কেউ ভুল করে তাঁর বিরুদ্ধে অ্যাকশন হবে। যদি কেউ ভুল করে তাহলে শাস্তি হবে। যদি কেউ ভুল করে, যদি আইনি প্রমাণিত হয়, নিশ্চয় তাঁর বিরুদ্ধে অ্যাকশন হবে।’ এই প্রসঙ্গেই সাংবাদমাধ্যমের ওপর ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বিচারক কিছু বলার আগেই মিডিয়া চোর বানিয়ে দিচ্ছে। কিন্তু তাদের মধ্যেও যে কত বড় বড় চোর আছে সেটা তাঁরা দেখতে পায় না।