কোনও বিশেষ কাজ? কেষ্টহীন বীরভূমে শীঘ্রই যাচ্ছেন মমতা

কোনও বিশেষ কাজ? কেষ্টহীন বীরভূমে শীঘ্রই যাচ্ছেন মমতা

কলকাতা: রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনার পর বীরভূম জেলায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আরও যাননি তিনি। এবার জানা গেল আগামী মাসে বীরভূম জেলা সফর করতে পারেন তিনি। বগটুই ঘটনা এবং তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর এই প্রথমবার এই জেলায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগের বার তাঁকে জেলা সফরে সঙ্গ দিয়েছিলেন অনুব্রত। কিন্তু এখন তিনি সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে জেল হেফাজতে। তাই বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বীরভূম সফর কেমন হতে চলেছে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন- পেল্লাই বাড়ি থেকে গাড়ি, এবার CBI নজরে ‘অনুব্রত-অনুগামী’ পঞ্চানন খাঁর সম্পত্তি

জেলায় গিয়ে কী বার্তা দেবেন মমতা? আদতে কী কারণে সেখানে যাচ্ছেন তিনি? এই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বঙ্গ রাজনৈতিক মহলে। তবে সূত্রের খবর, আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখেই জেলা সফর করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডল এখন জেলায় নেই, তাই সংগঠনের অবস্থা এখন কোন পর্যায়ে আছে, কর্মীরা কী অবস্থায় আছে, তাই জানতে সেখানে তিনি যাচ্ছেন বলে ধারণা তৈরি হয়েছে। খবর মিলেছে, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বীরভূমে যাবেন মমতা। খয়রাশোলে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা তাঁর। এছাড়া জেলায় কোনও রদবদল তিনি করেন কিনা, সেটাই দেখার বিষয়।

বীরভূমে অনুব্রত মণ্ডল না থাকা পঞ্চায়েত ভোটের জন্য যে তৃণমূলের কাছে বড় মাথাব্যাথার বিষয় তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জেলা সফর যে দারুণ গুরুত্বপূর্ণ সে কথা মানতেই হবে। কী ভাবে তিনি জেলা নেতৃত্বকে এখন সামলান, কী নির্দেশ দেন কর্মীদের, তা জানার অপেক্ষায় সকলেই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *