‘এই জয় দায়িত্ব আরও বাড়াল’, পুর-ফলাফল নিয়ে বার্তা মমতার

‘এই জয় দায়িত্ব আরও বাড়াল’, পুর-ফলাফল নিয়ে বার্তা মমতার

কলকাতা: বিধানসভার পর উপনির্বাচন, এবার পুরভোট। তৃণমূলের দাপাদাপি বহাল থাকল। বিপুলভাবেই এই পুরভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে তা এখনই একদম স্পষ্ট। আর সেই জয়ের ধারা অব্যাহত রাখার প্রেক্ষিতেই দলীয় কর্মী এবং নেতাদের বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের ফলাফল নিয়ে টুইট করেন তিনি এবং ‘মা-মাটি-মানুষ’কে ধন্যবাদ জানান মমতা।

আরও পড়ুন- তৃণমূলে ফিরেই প্রথম জয়, কাঁচড়াপাড়ায় জয়ী মুকুল-পুত্র শুভ্রাংশু

টুইট করে আজ তিনি লিখেছেন, ”হৃদয় থেকে মা-মাটি-মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছে আমাদের আরও একটা জয় দেওয়ার জন্য। পুরসভার সকল জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীদের অনেক শুভেচ্ছা।” মমতা আরও বলেন, ”এই জয় আমাদের দায়িত্ব এবং কর্তব্য আরও বাড়িয়ে দিল। আসুন সবাই একসঙ্গে শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের জন্য কাজ করি।” পরপর প্রায় সব পুরসভাই দখল করছে তৃণমূল কংগ্রেস। ওয়ার্ড ভিত্তিক হিসেব আপাতত বলছে যে, রাজ্যে মোট ২ হাজার ২৭৪টি ওয়ার্ডে পুর নির্বাচন হয়েছিল। সেখানে আপাতত ১ হাজার ৮৮২ ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস জিতছে বা এগিয়ে। সব মিলিয়ে বামেরা জিতেছে ৬৪টি ওয়ার্ড, অর্থাৎ প্রায় ৩ শতাংশ আসনে জয়। আর বিজেপির ফল আরও খারাপ হয়ে গিয়েছে এই ভোটে।

শুভেন্দু অধিকারী নিজের গড়ে হেরেছেন। সেখানে তৃণমূল কংগ্রেস নতুন ভাবে উদ্ভব ঘটিয়েছে নিজেদের। একইভাবে দিলীপ ঘোষও ব্যর্থ হয়েছেন। তিনি নিজের গড় বাঁচাতে পারেননি। কাঁথি এবং মেদিনীপুরে হেরেছে বিজেপি। দুই জায়গাতেই বিপুল ভোটে জিতেছে শাসক শিবির। এদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গড় বলে পরিচিত বালুরঘাটেও ধস বিজেপিতে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + three =