তৃণমূল না থাকলে কোনও প্রকল্প হবে না! দলকে ‘ভুল না বুঝতে’ অনুরোধ মমতার

তৃণমূল না থাকলে কোনও প্রকল্প হবে না! দলকে ‘ভুল না বুঝতে’ অনুরোধ মমতার

আলিপুরদুয়ার: উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আলিপুর প্যারেডগ্রাউন্ডে কর্মিসভা করে উত্তরবঙ্গের মানুষ তো বটেই দলীয় কর্মীদের উদ্দেশ্যেও অনেক বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে, বাংলা ভাগ ইস্যু নিয়ে বিজেপিকে একহাত নিতে ছাড়েননি। তবে বিগত কয়েক মাসে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। দুর্নীতি থেকে শুরু করে ধর্ষণ, সব ধরণের ঘটনাতেই কোনও না কোনও ভাবে তৃণমূল নেতা, কর্মীদের নাম জড়িয়েছে। সেই প্রেক্ষিতেই বড় বার্তা দিলেন মমতা। দলের পাশে থাকতে বললেন সকলকে।

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়ম, দুর্নীতির অভিযোগ, রাজ্যের হলফনামা তলব করল হাই কোর্ট

এদিন মমতা বলেন, তৃণমূল না থাকলে, কোনও প্রকল্প আগামীদিনে হবে না। তাই কারও উপর রাগ করে, দলটাকে যেন কেউ ভুল না বোঝে। সকলকে আশ্বস্ত করে তিনি বলেন, তৃণমূলকে শক্তিশালী করুন, আরও পাবেন। মমতার বিজেপিকে কটাক্ষ করে বার্তা, কয়েকজন নেতা তাঁকে ভয় দেখানোর চেষ্টা করছে, ভোট এলেই বাংলা ভাগের কথা তুলে অশান্তি সৃষ্টি করছে। কিন্তু মানুষ যেন তাদের পাত্তা না দেন। এই প্রেক্ষিতেই তাঁর স্পষ্ট বক্তব্য, মরে গেলেও বাংলা ভাগ হতে দেবেন না তিনি। এদিকে এখন বাংলায় চাকরি নিয়ে শোরগোল। সেখানেও অভিযোগের কাঠগড়ায় তৃণমূল। সেই ইস্যুতে মমতা বলেন, বাংলা ৪০ শতাংশ বেকারি কমিয়েছে, কেন্দ্র ৪০ শতাংশ বেকারি বাড়িয়েছে। নিজেরা চেষ্টা করুন, খোঁজ রাখুন, চাকরি মিলবে।

এর পাশাপাশি বাংলা জুড়ে সমন্বয়ের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, সব ধর্মের মানুষকে নিয়ে চলতে চান তিনি। মা-বোনেদের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার দেখতে চান। একই সঙ্গে উত্তরবঙ্গের কতটা উন্নয়ন করেছে সরকার তা বোঝাতে তিনি বলেন, উত্তরবঙ্গের লোককে এখন আর প্রশাসনিক কাজের জন্য দক্ষিণে যেতে হয় না। তৃণমূল আসার আগে উত্তরবঙ্গের দিকে কারও নজর ছিল না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =