‘মমতাকে নোবেল দেওয়া উচিত’, তীব্র কটাক্ষ দিলীপের

‘মমতাকে নোবেল দেওয়া উচিত’, তীব্র কটাক্ষ দিলীপের

এগরা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নোবেল পুরষ্কার দেওয়া উচিত। এগরায় দলের চায়ে পে অনুষ্ঠানে এসে এমনই দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুরে সাংসদ দিলীপ ঘোষ। বিজেপি নেতার বক্তব্যের পর রাজনৈতিক মহলের শোরগোল পড়েছে।

বলেন, ‘‘এরকম ছোট পুরষ্কার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হল! তার নোবেল পাওয়ার মতন যোগ্যতা, ক্ষমতা, প্রতিভা আছে! বাংলায় এর আগে এরকম প্রতিভা জন্মগ্রহণ করেনি। নতুন পুরষ্কার চালু করছেন। নিজেও পাচ্ছেন। আমরা জানতাম লোকে পুরষ্কার পায় ও দেয়। ইনি পুরষ্কার নেয়!’’ শুক্রবার সকালে এগরা সুশীলা উৎসব ভবন থেকে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে মর্নিংওয়াক করেন দিলীপ৷ পরে হাসপাতাল মোড়ে চায়ে-পে চর্চা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷ সেখানেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি।

দিলীপ অভিযোগ করেন, “শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, একাডেমির লোকেরাও প্রতিবাদ করেছেন ও পদত্যাগ করেছেন। এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লোকেদের খুশি করার জন্য অনেক পুরস্কার চালু করেছেন। যে পুরষ্কারগুলো ছিল, তার যা আভিজাত্য ছিল সেগুলো নষ্ট করেছেন। সেখানে চামচা, বেলচাদের বসিয়ে নিজের নামে ও পার্টির লোকেদের নামে পুরষ্কার করে নিয়েছে।’’ এরপরই সুর চড়িয়েছেন দিলীপ, ‘‘ এতে বাংলার সর্বনাশ হচ্ছে। বাংলা সাহিত্যকে অপমান করা হচ্ছে। এর আগে কেউ বাংলা সাহিত্যকে এইভাবে সর্বনাশ করেননি৷” অভিযোগ করেছেন, ‘‘পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় দিনের পর দিন শাসকের সন্ত্রাস বাড়ছে৷ লোকেদেরকে বাড়িছাড়া করেছে। মহিলাদেরকে খুনের মামলা দিচ্ছে। আমি একাধিকবার সেখানে গিয়েছি। তৃণমূলের ঝাণ্ডা না ধরলে তাদেরকে শান্তিতে বাঁচতে দেবে না। এটাই এদের রাজনীতি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 5 =