কলকাতা: যুদ্ধ কাকে বলে তা তারা খুব কাছ থেকেই জেনেছে। ইতিহাসের পাতায় যে যুদ্ধের কথা তারা পড়েছিল, তা থেকে এই যুদ্ধের অভিজ্ঞতা স্বাভাবিকভাবেই অন্য। যেন আকাশ-পাতাল তফাৎ। ইউক্রেনে আটকে পড়া সমস্ত পড়ুয়া এই অভিজ্ঞতা নিয়েই থাকবে সারা জীবন। যারা যারা বেঁচে ফিরে এসেছে তারা যে এই কটা দিনের ধকল কোনও দিন ভুলবে না তা বলাই বাহুল্য। আর তাদের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তাদের আশ্বস্ত করতে উদ্যোগী হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা গিয়েছে, তিনি ইউক্রেন ফেরত বাঙালি পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন।
আরও পড়ুন- টাকা চুরির অপবাদ দিয়ে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ পরিবারের বিরুদ্ধে
বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম লাগোয়া ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সব পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের দাবি, দু’জনের মৃত্যু হয়েছে তবে ইউক্রেনে আটকে থাকা বাকি সব পড়ুয়াই দেশে ফিরে এসেছে। সেই সব পড়ুয়াদের মধ্যে অনেক বাঙালি আছে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাদের সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ করবেন বলেই জানা গিয়েছে। তাদের ভয়ানক অভিজ্ঞতা তো শুনবেনই, একই সঙ্গে সরকারিভাবে তাদের পাশে থাকার আশ্বাসও তিনি দিয়েছেন। কিছুদিন আগে পর্যন্ত কেন্দ্রের সমালোচনা করেছিলেন মমতা। দাবি করেছিলেন যে, সরকার ঢিলেমি দিচ্ছে, পড়ুয়াদের ফিরিয়ে আনার তাগিদ দেখাচ্ছে না। তবে কেন্দ্র স্পষ্ট করেছে যে, ‘অপারেশন গঙ্গা’ সফল। যদিও বিরোধীদের দাবি, এখনও অনেক পড়ুয়া ইউক্রেনে আটকে।
সম্প্রতি বিজেপির পক্ষ থেকে জানান হয়েছিল যে, ইউক্রেন ফেরত বাংলার পড়ুয়াদের বাড়ি বাড়ি যাবে তারা। বঙ্গ বিজেপি নেতৃত্বের তরফ থেকে বলা হয়েছিল, দলের নেতারা এই কর্মসূচি শুরু করবে এবং যারা যারা বাংলায় ফিরেছে ইউক্রেন থেকে তাদের সকলের বাড়ি যাওয়া হবে। কেন্দ্রের থেকে তালিকা জোগাড় করে এই কাজ করা হবে বলে জানান হয়েছিল। এছাড়াও যে সমস্ত বাংলার পড়ুয়া এখনও ইউক্রেনে বা তার প্রতিবেশী দেশগুলিতে আটকে রয়েছে তাদের বাড়িতে গিয়েও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে বিজেপি।