দু’দিন ধরে ছেলের মৃতদেহ পড়ে রয়েছে বিছানায়, ঘুমাচ্ছে ভাবলেন বৃদ্ধা মা

দু’দিন ধরে ছেলের মৃতদেহ পড়ে রয়েছে বিছানায়, ঘুমাচ্ছে ভাবলেন বৃদ্ধা মা

দুর্গাপুর:  আবাসনে একতলা ঘরেই থাকেন মা ও ছেলে। দুজনের শরীর ঠিক যাচ্ছে না। তারমধ্যেও অসুস্থ শরীর নিয়ে বাইরের কাজকর্ম ছেলেই সামলাতো। গত দুই দিন ধরে ছেলেকে বাইরে দেখছেন না। অন্যদিকে, একটা পচা গন্ধ আসতে শুরু করছে। যত সময় যাচ্ছে, পচা গন্ধ তত তীব্র হচ্ছে। গন্ধের অনুসন্ধান করতে গিয়ে প্রতিবেশীরা দেখলেন, মারা গিয়েছেন ছেলে। পচা গন্ধ বের হতে শুরু করেছে। মাকে জিজ্ঞাসা করতেই বললেন, দুই দিন ধরে ছেলে ঘুমাচ্ছে। ছেলে ঘুমাচ্ছে বলে ডাকিনি। 

জানা গিয়েছে, মৃত ছেলের নাম সুশীল জানা। বয়স ৪০ বছর। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দুর্গাপুর থানার পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন স্থানীয় কাউন্সিলর পল্লবরঞ্জন নাগ। দেহ ময়নাদন্তের জন্য দেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

স্থানীয় সূত্রের খবর, বেলারানি দেবী ও সুশীল জানা দীর্ঘদিন ধরেই ওই আবাসনের বাসিন্দা। গত কয়েকদিন ধরেই দুজনেই অসুস্থ ছিলেন। তবে বাইরের কাজকর্ম, দোকান-বাজার সুশীল করতেন। কিন্তু গত দুই দিন ধরে ছেলেকে দেখা যাচ্ছিল না। তাতে তাঁদের সন্দেহ হয়। সোমবার ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে সন্দেহ আরও গাঢ় হয়। বাড়িতে গেলে সুশীলের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁর শরীরে পচন শুরু হয়েছে। পুলিশের তরফে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, দুই দিন আগেই সুশীল জানার মৃত্যু হয়েছে। 

ছেলের মৃত্যু বৃদ্ধা বুঝতে পারেননি। তিনি বলেন, ছেলে ঘুমাচ্ছে ভেবে ডাকেননি। দুই দিন একটানা কী করে ছেলে ঘুমাতে পারে, এই নিয়ে কোনও সন্দেহ হয়নি। এক প্রতিবেশী বলেন, ‘দুই দিন ধরেই সুশীলকে দেখতে পাচ্ছিলাম না। দুজনেই অসুস্থ ছিলেন। এমনটা যে হতে পারে, ভাবতে পারিনি। রবিবার রাত থেকেই গন্ধ পাচ্ছিলাম। সোমবার থেকে দুর্গন্ধে টেকা যাচ্ছিল না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 15 =