কলকাতা: সুপ্রিম কোর্টে একদিনের রক্ষাকবচ পেলেন মানিক ভট্টাচার্য৷ বুধবার পর্যন্ত গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ নয়৷ একদিনেক রক্ষাকবচ দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷
আরও পড়ুন- মেনুতে থাকছে দেশি মুরগি-কাতলার ঝোল-মিষ্টি, পুজোয় জেলবন্দি কেষ্টর জন্য এলাহি আয়োজন
টেট দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্যকে মঙ্গলবার রাত ৮টার মধ্যে সিবিআই দফতরে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছিলেন, তদন্তে সহযোগিতা না করলে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতিকে গ্রেফতারও করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে আপাতত স্বস্তিতে মানিক। বুধবার পর্যন্ত মানিকের বিরুদ্ধে গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ নয় বলে জানিয়ে দিল শীর্ষ আদালত৷ তবে মানিককে সিবিআই দফতরে হাজিরার যে নির্দেশ দেওয়া হয়েছিল তা বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (এসএলপি) দাখিল করেছিলেন মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং পরে ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে গত ১৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আবেদন জানান তিনি। মঙ্গলবার বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির ওঠে। ১৪ নম্বর কোর্টে হয় শুনানি৷ আগামীকাল দুপুর ২টোয় সুপ্রিম কোর্টে ফের শুনানির সময় ধার্য করা হয়েছে৷ এবং এই সময়ের মধ্যে তাঁকে গ্রেফতার করা যাবে না৷ ফলে একদিনের জন্যে স্বস্তি তাঁর৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>