কলকাতা: রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির প্রায় ৮০ দিন পর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। ইডি তাঁকে গ্রেফতার করেছে কিন্তু এই গ্রেফতারি একদমই মানতে পারছেন না মানিকের আইনজীবী। তিনি এই বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর প্রশ্ন, এই মামলায় শীর্ষ আদালত রক্ষাকবচ দিয়েছে মানিক ভট্টাচার্যকে। সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারবে না বলে জানান হয়েছিল। তাহলে ইডি গ্রেফতার করে কী করে?
আরও পড়ুন- একদিনে কমল বঙ্গের সংক্রমণ, মৃত্যুর সংখ্যা কত
সোমবার জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে৷ ইডি সূত্রে জানা গিয়েছে, সোমবার নির্ধারিত সময়ের অনেক পরে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন তৃণমূল বিধায়ক। রাতভর টানা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর বিরুদ্ধে বয়ানে অসঙ্গতি এবং জেরায় অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে৷ এর পর গ্রেফতার হন মানিক৷ তবে গোটা ইস্যুতে সুপ্রিম কোর্টে গিয়েছেন মানিকের আইনজীবী আর এই মামলার শুনানি মঙ্গলবারই হতে পারে।
ইডির তরফে জানানো হয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় মানিকের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া নথিতে গরমিল দেখার পরই তাঁকে তলব করা হয়। এছাড়া পার্থ চট্রোপাধ্যায়ের মামলায় ইডি যে চার্জশিট দিয়েছে, তাতেও মানিক ভট্টাচার্যের নাম রয়েছে। চার্জশিটে বলে হয়েছে, টাকার বিনিময়ে প্রার্থীদের চাকরি দিয়েছিলেন মানিক। তবে এখন মানিকের গ্রেফতারি নিয়ে কী হতে চলেছে তার সবটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের ওপর।