কলকাতা: বিহারের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এখন সারা দেশে আলোচনা। একযোগে সব বিরোধীরাই বিজেপিকে আক্রমণ করছে। দাবি করা হচ্ছে, মহারাষ্ট্র মডেলে বিহারেও ক্ষমতা দখল করার চেষ্টা করেছিল বিজেপি, কিন্তু নীতীশ কুমার তা হতে দেননি। বুধবার সাংবাদিক বৈঠক করে এই ইস্যুতে একদিকে যেমন বিজেপিকে নিশানা করেছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম, ঠিক তেমনভাবেই কটাক্ষের বাণ ছুঁড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে।
আরও পড়ুন- গরুপাচার-কাণ্ডে অনুব্রত মণ্ডলকে ফের তলব, বুধবার হাজিরার নির্দেশ CBI-এর
সেলিম এদিন বলেন, মহারাষ্ট্র মডেলে বিহারে সরকার গড়তে চেয়েছিল বিজেপি। এমনিতেই সকলে জানেন যে বিজেপি তার শরিক দলগুলির সঙ্গে কী করে। মহারাষ্ট্রের মতো বিহারেও টাকা দিয়ে বিধায়ক কিনে সরকার গঠনের লক্ষ্য ছিল তাদের। কিন্তু নীতীশ কুমার বিষয়টি আগেই বুঝতে পেরেছিলেন, তাই বিজেপি সেখানে কিছুই করতে পারল না। সেলিমের বক্তব্য, বিহারে এনডিএ-এর অংশ হলেও জাতীয় স্তরে নীতীশের দল এনডি-এর অংশ ছিল না। তিনি বলেছেন, একে একে সবাই বিজেপির সঙ্গ ছেড়ে দিচ্ছে, এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি লোক নিয়ে ভাড়ায় দল চালাচ্ছেন।
সেলিম জানিয়েছেন, এতদিন যারা যারা বিজেপির সঙ্গে ছিল যেমন আকালি দল, শিবসেনা, বিজেডি, ন্যাশনাল কনফারেন্স সবাই তাদের সঙ্গে ছেড়ে দিয়েছে। একটা ছোটো বিরোধী অংশ বিজেপির সঙ্গে আছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাঁচাও করতে মহাজোট করেছিলেন ২২ দলের সঙ্গে। আজ তাঁর নিজের দলের সব লোক নেই, বিজেপির থেকে লোক ভাড়ায় এনে চালাতে হচ্ছে।
