মিড ডে মিলের চাল চুরি, জোর চাঞ্চল্য স্কুলে

মিড ডে মিলের চাল চুরি, জোর চাঞ্চল্য স্কুলে

 

নদিয়া: থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে স্কুল৷ রাতের অন্ধকারে সেই স্কুলে হানা দিয়েই মিড ডি মিলের চাল চুরির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার হাঁসখালি থানার গোবিন্দপুর জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ে৷ বাসিন্দারা পুলিশি নিস্ক্রিয়তার বিরুদ্ধে সরব হয়েছেন৷ একই সঙ্গে দাবি উঠেছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালবেলা বিদ্যালয়ের মিড ডে মিলের রাঁধুনিরা এসে দেখেন যে তাদের স্কুলে মিড ডে মিলের ঘরের  ও অফিসের তালা ভাঙা৷  বারান্দার গ্রিল ভেঙে চাল ডাল তেল এবং বাচ্চাদের সাবান সব চুরি হয়ে গিয়েছে৷ এমনকি বাচ্চাদের ক্লাস করানোর জন্য স্কুলে থাকা দামি একটি প্রজেক্টরও চোরের দল নিয়ে গিয়েছে৷

খবর পেয়ে স্কুলে আসেন স্কুলের অন্যান্য শিক্ষকেরা৷ স্কুলের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, ‘‘বাচ্চাদের মুখে অন্ন তুলে দিতে সরকার প্রচেষ্টা চালাচ্ছে৷ ঢিলছোড়া দূরত্বে হাঁসখালি থানা৷ স্বাভাবিকভাবে কীভাবে এরকম ঘটনা ঘটল তা নিয়ে আমাদের প্রশ্ন থাকছে৷’’ ঘটনায় হতবাক গ্রামবাসী ও অভিভাবকেরা৷ তাঁরা বলছেন, এরকম ঘটনা আগে কখনও হয়নি, এই প্রথম। এক গ্রামবাসীর কথায়, ‘‘সরকার দুয়ারে রেশন দিচ্ছে কিন্তু অভাব কমছে না মানুষের৷ তা না হলে এভাবে বাচ্চাদের মুখের অন্ন কেউ চুরি করে৷’’ পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + twenty =