নিখোঁজ ট্রলার, মৎস্যজীবীদের ফিরে পেতে মৎস্যবন্দরে পথ চেয়ে বসে পরিবার

নিখোঁজ ট্রলার, মৎস্যজীবীদের ফিরে পেতে মৎস্যবন্দরে পথ চেয়ে বসে পরিবার

জুনপুট:  দুর্ঘটনার পর ২৪ ঘণ্টার বেশি কেটে গেলেও এখনও নিখোঁজ ট্রলারের মাঝি সহ সাত মৎস্যজীবী। উল্টে যাওয়া ট্রলার উদ্ধারে শুক্রবার পর শনিবারও তৎপর প্রশাসন। এনডিআরএফ ও ইণ্ডিয়ান কোস্ট গার্ডে প্রতিনিধিরা এদিন ভোর রাত থেকে চেষ্টা চালাচ্ছেন। পেটুয়াঘাটে হাজির হয়েছেন নিখোঁজ মৎস্যজীবী পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন। কখন বাড়ি ফিরবে পথ চেয়ে বসে আছেন। সময় যত কাটছে নিখোঁজদের বেঁচে থাকার সম্ভবনা ততই কমে আসছে।

যদিও এদিন সকাল থেকে দফায় দফায় তল্লাশি চালালেও ট্রলারের কোন সন্ধ্যায় পায়নি। এদিন এনডিআরএফ আধিকারিকরা তল্লাশি চালাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। সকাল থেকে দফায় দফায় ঘটনাস্থলে রয়েছেন কাঁথির মহকুমা শাসক আদিত্য মোহন বিক্রম ইরানি, মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, কাঁথি ব্লকের বিডিও শুভজিৎ জানা সহ আধিকারিরা। আজও হলদিয়া কোষ্ট গার্ড জলপথে ও আকাশ পথে কপ্টার দিয়ে তল্লাশি চালায়। কোন নিখোঁজ হওয়ার ট্রলারের কোথাও সন্ধায় পায়নি।

কাঁথির পেটুয়া মৎস্যবন্দরে পথ চেয়ে বসে রয়েছেন নিখোঁজ মৎস্যজীবি পরিবারের সদস্যরা। নিখোঁজ মৎস্যজীবি শুকদেব করণের দিদি ভবানী দাস বলেন ” কি হবে বুঝে উঠতে পারছি না। ভগবানের কাছে প্রার্থনা করি সুস্থ হয়ে ফিরে আসুক৷” কাঁথির মহকুমা শাসক আদিত্য মোহন বিক্রম ইরানি বলেন, ” আবারও আজকে সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। এখনও পর্ষন্ত যা খবর পাওয়া যাচ্ছে উল্টে যাওয়া ট্রলারটি সেখানে থেকে সরে অন্যত্র চলে গিয়েছে। তার খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। ট্রলারের কোন সন্ধ্যায় পাওয়া যায়নি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − nine =