ভাইফোঁটায় চমক! মুখ্যমন্ত্রীর বাড়িতে মুকুল, এলেন শোভন-বৈশাখীও

ভাইফোঁটায় চমক! মুখ্যমন্ত্রীর বাড়িতে মুকুল, এলেন শোভন-বৈশাখীও

কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপূজো, ভাইফোঁটা নিয়ে কৌতূহল প্রতিবছরই থাকে। কারা আসছেন তা নিয়ে জল্পনা ছড়িয়ে থাকে সর্বত্র। তবে বিগত কয়েক বছরের মধ্যে সবথেকে বড় চমক বোধহয় দেখা গেল এই বছরেই। কারণ তাঁর বাড়িতে ফোঁটা নিতে এলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়! চমকের এখানেই শেষ নয়। এদিন মমতার বাড়িতে আসতে দেখা যায় প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও। সূত্রের খবর, মুকুল এবং শোভন দুজনেই ফোঁটা নিয়েছেন ‘দিদি’র থেকে।

আরও পড়ুন-সাইবার জালিয়াতির আশঙ্কা, হোয়াটসঅ্যাপে বিভ্রাটে কেন্দ্রের রিপোর্ট তলব

এক সময় এই দুজনই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়নের মণি। কিন্তু বিক্ষিপ্ত সময়ে মুকুল এবং শোভন দুজনেই বিজেপিতে যোগ দেন। মমতার সঙ্গের তাঁদের সম্পর্কের সমীকরণ তলানিতেই ঠেকেছিল। কিন্তু পরে অবশ্য শোভন-বৈশাখী বিজেপি ছেড়ে বেরিয়ে এসেছেন। খাতায়-কলমে মুকুল রায় এখনও বিজেপিতে থাকলেও তৃণমূল ভবনে তাঁর গলায় উত্তরীয় পরিয়ে দিতে দেখা গিয়েছিল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাই এখন তিনি কোন দলে তা নিয়ে তর্ক চলছেই। মাঝে আবার শোভন নিজেও তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ভোটের প্রচারে অনেক কথা বলেছিলেন। যদিও সেসব অতীত। এখন শুধুই তাঁদের কালীঘাটে আসা নিয়ে নয়া চর্চা।

বিজেপির বিধানসভা ভোটে হারার পর কেমন যেন ‘সক্রিয়’ রাজনীতি থেকে হারিয়ে গিয়েছিলেন মুকুল রায়। বিগত কয়েক মাসেও তাঁকে সেইভাবে প্রকাশ্যে আসতে দেখা যায়নি। কিন্তু এখন অনেকের মতে, তিনি আবার ‘ফিরছেন’। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে হয়তো তাঁকে ফের স্বমহিমায় দেখা যাবে। এদিকে, সূত্র মারফৎ জানা গিয়েছে, বৈশাখী বন্দ্যোপাধ্যায় মমতা ও শোভনের সম্পর্ক নিয়ে ভীষণ খুশি। তাঁর কথায়, ‘দিদি’র আর্শীবাদ সব সময় শোভনের সঙ্গে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + six =