নিয়োগে গড়মিল, রণক্ষেত্র স্বাস্থ্যভবন, পুলিশের ব্যারিকেড ভাঙলেন নার্সিং চাকরি প্রার্থীরা

নিয়োগে গড়মিল, রণক্ষেত্র স্বাস্থ্যভবন, পুলিশের ব্যারিকেড ভাঙলেন নার্সিং চাকরি প্রার্থীরা

 

 

কলকাতা: এবার আন্দোলনে ঝাঁঝ বৃদ্ধি করে পুলিশের ব্যারেকডই ভেঙে দিলেন নার্সিংয়ের চাকরি প্রার্থীরা৷ হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে পড়লেন তাঁরা৷ যার জেরে মঙ্গলবার দুপুরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল স্বাস্থ্য ভবন৷ একই সঙ্গে অনিদির্ষ্টকালের জন্য রাস্তা অবরোধের পথে হাঁটলেন নার্সিং পড়ুয়ারা৷ সল্টলেকের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ রাস্তা করুণাময়ী-সিটি সেন্টারের মাঝে রাস্তা অবরোধ শুরু করেছেন তাঁরা৷ ফলে সংশ্লিষ্ট সড়ক কার্যত অবরুদ্ধ৷

সোমবারের পর মঙ্গলবারও নার্সিং চাকরি প্রার্থীদের আন্দোলন অব্যাহত৷ সকাল থেকে চলছিল আন্দেলন৷ কিন্তু সমস্যার সুরাহা না হওয়ায় রণংদেহী চাকরি প্রার্থীরা পুলিশের ব্যারিকেড উড়িয়ে স্বাস্থ্য ভবনের গেট ভেঙে ঢুকলেন ভিতরে৷ তাঁদের দাবি, তাঁরা প্রত্যেকেই ২০১৮, ২০১৯, ২০২০ সালের পাশ করা ছাত্রী এবং তারা প্রত্যেকেই এলিজিবল। মোট পাঁচহাজার জনের ইন্টারভিউ নেওয়া হলেও তাদের মধ্যে দু’হাজার জনের মতো চাকরি দেওয়া হয়েছে। এদের বাদ দিয়ে ২০২১ সালের পাস করা নার্সদের চাকরি দেওয়া হয়েছে। অথচ তার আগে ইন্টারভিউ পাস করার পরেও চাকরি দেওয়া হয়নি আগের ব্যাচের নার্সদের৷

উল্টে নিজেদের দাবির কথা বলতে এসে বারে বারে উপেক্ষিত হতে হয়েছে বলে অভিযোগ৷ এমনকি পুলিশি মারধরও বারে বারে সহ্য করতে হয়েছে তাঁদের৷ এরই প্রতিবাদে সোমবারের পর মঙ্গলবার সকাল থেকেও কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে নার্সিং চাকরি প্রার্থীরা সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ভিড় জমায়৷ তাঁদের বক্তব্য, অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে৷ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে৷

এদিন সকাল থেকে দফায় দফায় আন্দোলনকারীরা স্বাস্থ্য ভবনের দিকে এগানোর চেষ্টা করে৷ বেলা ১টা নাগাদ তাঁরা রীতিমতো পুলিশের ব্যারেকেড ভেঙে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে স্বাস্থ্য ভবন ক্যাম্পা,ে৷ ঘটনায় দু’পক্ষেরই বেশ কয়েকজন জখম হয়েছেন৷ ঘটনাস্থলে যাচ্ছে বিধাননগরের অতিরিক্ত পুলিশ বাহিনী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 9 =