কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার ৯ দিনের মাথায় উপাচার্য পদ থেকে অপসারিত হয়েছেন সুবীরেশ ভট্টাচার্য। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ছিলেন তিনি। জোড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। আপাতত তিন মাসের জন্য দায়িত্ব পেলেও যেহেতু তিনি একজন তৃণমূল কংগ্রেস নেতা তাই সমালোচনা হচ্ছিল। বিরোধীরা তোপ দাগতে শুরু করেছিল। কিন্তু এবার এই ইস্যুতে মুখ খুলে নিজের অবস্থান স্পষ্ট করলেন ওমপ্রকাশ।
আরও পড়ুন-পুজো আটকেছে পুলিশ! হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতার দাদা
এখন আর রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক নেই, পদে বসার ১৫ মিনিট আগে রাজনীতি ত্যাগ করেছেন তিনি! এমনটাই জানিয়েছেন খোদ ওমপ্রকাশ মিশ্র। তাঁর কথায়, গত ৪৩ বছর ধরে রাজনীতি করে চলেছেন তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়ের পদে বসার আগেই তিনি রাজনীতির সংস্পর্শ ছেড়ে দেন। এখন তাঁর একটাই কাজ, বিশ্ববিদ্যালয়কে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া। জানা গিয়েছে, উপাচার্য পদে দায়িত্বভার গ্রহণ করেই ২ ও ৪ সেমেস্টার এবং পিএইচডি কোর্স ওয়ার্কের ৩৭টি পরীক্ষার ফলাফল দ্রুত ঘোষণা করার জন্য ছাড়পত্র দিয়েছেন ওমপ্রকাশ। তবে তিনি তিন মাস এই পদে থাকবেন এবং এই তিন মাসের মধ্যেই সার্চ কমিটি তৈরি করে নতুন উপাচার্যের খোঁজ শুরু হবে।
সম্প্রতি এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুরের বিশেষ আদালত। গ্রেফতার করার পর সিবিআই তাঁকে নিজেদের হেফাজতে চেয়েছিল। কিন্তু আদালত এই আর্জি খারিজ করে দিয়েছে। ফলত, তাঁকে জেল হেফাজতেই পাঠিয়েছে। পুজোর দিনগুলি তাঁকে জেলেই কাটাতে হবে।
