ঠাকুরনগরে মতুয়া মেলার অনুষ্ঠান, সবাই মোদীর ভাষণের অপেক্ষায়

ঠাকুরনগরে মতুয়া মেলার অনুষ্ঠান, সবাই মোদীর ভাষণের অপেক্ষায়

কলকাতা: হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঠাকুরনগরে মতুয়া মেলা অনুষ্ঠিত হতে চলেছে। আজ তার উদ্বোধন। সেই অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রাত ৯টায় মতুয়া মেলায় ভার্চুয়ালি ভাষণ দেবেন তিনি। আজ হরিচাঁদ ঠাকুরের ২১১ তম আবির্ভাব তিথি, তাই আজ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত চলবে এই মেলা। আগেই এই মেলা উপলক্ষ্যে বার্তা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আজ ভার্চুয়ালি বক্তব্য রাখতে চলেছেন তিনি।

আরও পড়ুন- আবারও বিস্ফোরণ বাংলার গ্রামে! কারণ কি মজুত বোমা

মতুয়া সম্প্রদায় নিয়ে রাজ্য রাজনীতিতে কম আলোচনা হয়নি। বিধানসভা ভোটের সময় এই সম্প্রদায়ে নিয়ে বিরাট টানাপোড়েন চলেছিল। কিন্তু তারপর থেকেই যেন পরিস্থিতির বদল ঘটে। ধীরে ধীরে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে দলের দূরত্ব বেড়েছিল। সম্প্রতি বিজেপি বিক্ষুব্ধ নেতাদের মধ্যে একজন তিনি। তবে আজকের অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। তাঁর ডাকেই সাড়া দিয়েছেন নমো। মতুয়া মহাসংঘের উদ্যোগে প্রতি বছরই মতুয়াদের বিরাট মেলা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমান হাজার হাজার মতুয়া। তবে এই বছর প্রধানমন্ত্রীর ভাষণ এই মেলাকে আলাদা মাত্রা দেবে বলেই মত অনেকের।

গত জানুয়ারি মাসে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে শান্তনু ঠাকুরের বিবাদ প্রকাশ্যে আসে। এক বা দুই নয়, শান্তনু ঠাকুর রাজ্য বিজেপির সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপই ছেড়ে দেন বলেই জানা যায়। রাজ্য বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভও উগরে দেন তিনি। এরপর আজ তাঁরই আমন্ত্রণে মতুয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগ বিরাট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। ফের মতুয়াদের মন পেতেই নমোর এই উদ্যোগ বলেও মনে করা হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + seven =