শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ-অর্পিতাকে এবার মুখোমুখি জেরা করতে চলছে ED

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ-অর্পিতাকে এবার মুখোমুখি জেরা করতে চলছে ED

কলকাতা: মঙ্গলবার ঘড়িতে তখন সকাল ৬টা ৩৪। ভুনেশ্বর থেকে কলকাতায় নামে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উড়ান। বিমানবন্দরের বাইরেই অপেক্ষা করছিল ইডি-র চারটি গাড়ি৷ সেখান থেকে পার্থকে নিয়ে যাওয়া হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। সেখানেই তাঁকে জেরা করবেন তদন্তকারী অফিসাররা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় দু’জনকেই ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে বিশেষ আদালত। আজ মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে পার্থ ও অর্পিতা দু’জনকেই জেরা করবে ইডি। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ইডি দফতর৷  

আরও পড়ুন- দোষী হলে ‘‌যাবজ্জীবন’‌ দিক, দলনেত্রীর মন্তব্যে প্রতিক্রিয়া পার্থর, কী বললেন মন্ত্রী?

অর্পিতার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ইতিমধ্যেই বিপুল পরিমাণ নগদ টাকা এবং গয়না উদ্ধারের পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তদন্তকারী দল একটি কালো রঙের ডায়েরিও উদ্ধার করেছে৷ ইডি সূত্রে খবর, রাজ্য শিক্ষা দফতরের নাম লেখা ওই ডায়েরিতে আর্থিক লেনদেনের কিছু হিসাব এবং কয়েক জন ব্যক্তির নামের উল্লেখ রয়েছে। এর আগে ইডি জানিয়েছিল, অর্পিতার বাড়ি থেকে এসএসসি-র নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কিছু ‘যোগসূত্র’ রয়ছে৷ এই ডায়রি থেকে পাওয়া তথ্য নিয়েও তাঁদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 4 =