কেউ ছাড় পাবে না! কাকে ইঙ্গিত করে বললেন পার্থ, জল্পনা

কেউ ছাড় পাবে না! কাকে ইঙ্গিত করে বললেন পার্থ, জল্পনা

কলকাতা: ইডির হাতে গ্রেফতার হওয়ার পর থেকে একাধিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই নিয়ে চর্চা হয়েছে। তবে মাঝে কেমন চুপ করে গিয়েছিলেন তিনি। কোনও কথা বলতে দেখা যায়নি সংবাদমাধ্যমের সামনে। কিন্তু ফের একবার বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল তাঁকে। ব্যাঙ্কশাল আদালতের এজলাসে দাঁড়িয়েই তিনি বললেন, কেউ ছাড় পাবে না! এখন প্রশ্ন, কাকে ইঙ্গিত করতে চাইলেন পার্থ?

আরও পড়ুন- প্রচুর জমি কেনা হত কম দামে! গরু পাচারকাণ্ডে বড় তথ্য পেল সিবিআই

১৪ দিনের জেল হেফাজতের পর আজ ব্যাঙ্কশাল আদালতে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে পেশ করা হয়। আদালতে আজ তাঁর শারীরিক অবস্থার কথা বলে জামিনের আবেদন করেন পার্থর আইনজীবী। পার্থ অবশ্য বেশি কথা বলেননি বলে সূত্রের খবর। কিন্তু তাঁকে ইংরাজিতে এইটুকু বলতে শোনা যায়, ”নো ওয়ান উইল বি স্পেয়ারড। এভরিথিং উইল বি প্রুভড।” অর্থাৎ, কেউ ছাড় পাবে না। সব প্রমাণ হয়ে যাবে। এখন একটাই বিষয়, কাদের নিয়ে বা কী ভিত্তিতে এই কথা পার্থ চট্টোপাধ্যায় বললেন? এর উত্তর পেতে মরিয়া সকলে। আগেই একাধিকবার ষড়যন্ত্রের তত্ত্ব শোনা দিয়েছে তাঁর মুখে। সেইরূপ কিছু ইঙ্গিতই আজ আবার দিলেন তিনি, অভিমত অধিকাংশের।

এদিকে তাঁর শারীরিক অবস্থা যে খারাপ তা মানতে রাজি নয় ইডি। তাঁরা আদালতে জানিয়েছে, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা জানার জন্য ভুবনেশ্বরের এইমসে পাঠানো হয়েছিল। তাঁরা গুরুতর কিছু বলেনি। ইএসআই-তেও স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। তেমন কিছু মেলেনি। তবে পার্থর আইনজীবী আদালতে জানিয়েছেন, তাঁর হিমোগ্লোবিন কম, ক্রিয়েটিনিন বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *