পঞ্চায়েত ভোটে কে জিতবে? উত্তরে একটাই শব্দ বললেন পার্থ

পঞ্চায়েত ভোটে কে জিতবে? উত্তরে একটাই শব্দ বললেন পার্থ

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার অল্প দিনের মধ্যেই চলে গিয়েছে মন্ত্রিত্ব, দলীয় পদ। কিন্তু তিনি যে ‘দলের’ সঙ্গেই আছেন তা আবারও স্পষ্ট করে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। সোমবার জেল থেকে আদালতে নিয়ে আসার সময় আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে মুখ খুললেন তিনি। পার্থ দাবি করলেন, পঞ্চায়েত নির্বাচনে জিতবে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত ভোটে কে জিতবে, এমন প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই সাংবাদিকের উদ্দেশ্যে তাঁর সাফ জবাব, তৃণমূল, তৃণমূল…

আরও পড়ুন- হেফাজতের মেয়াদ শেষে আদালতে পার্থ-সুবীরেশ, জামিনের বিরোধিতা করতে প্রস্তুত CBI

এদিন জেল হেফাজতের শেষে পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়সহ নিয়োগ দুর্নীতিতে যারা গ্রেফতার তাদের সকলকে আদালতে তোলা হয়েছে। সিবিআই সূত্রে খবর, প্রত্যেকের জামিনের বিরোধিতা করা হবে। আপাতত যা পরিস্থিতি তৈরি হয়ে আছে তাতে এই মুহূর্তে এই সকলের জামিন পাওয়া যে দুষ্কর তা বুঝে গিয়েছে অনেকেই। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যেন বারংবার বোঝানোর চেষ্টা করছেন যে, তৃণমূল তাঁকে বহিষ্কার করলেও তিনি তাঁর ‘দলের’ অনুগত সৈনিক, আজও। এর আগেও তিনি মন্তব্য করেছিলেন যে, তাঁকে দল থেকে বাদ দিয়ে ঠিক কাজ করা হয়েছে। এখন তো তিনি দলের পঞ্চায়েত ভোটে জেতার বিষয়ে আশাবাদীই।

বছর শেষ হওয়ার পরেই পঞ্চায়েত ভোট নিয়ে পুরোদমে তোড়জোড় শুরু হবে। কারণ নতুন বছরের শুরুর দিকেই মার্চ-এপ্রিল মাসে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। তার আগে এই ধরনের ঘটনা যে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দেয় তাতে কোনও সন্দেহ নেই। এখন এটাই দেখার পার্থর এই মন্তব্য নিয়ে বিরোধীদের কী বক্তব্য থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + nine =