কলকাতা: ১৪ দিনের জেল হেফাজত শেষে বুধবার আবার ভার্চুয়াল মাধ্যমে স্কুল সার্ভিস কমিশনের ‘নিয়োগ-দুর্নীতি’ মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের আদালতে শুনানি হয়। সেই শুনানিতে জামিন চেয়ে কেঁদে ফেললেন তিনি। একই সঙ্গে আবারও দাবি করলেন যে, ইডি তাঁর থেকে কিছুই পায়নি। তাই তাঁকে জামিন দেওয়া হোক, তাঁকে যেন বাঁচতে দেওয়া হয়। যদিও পার্থর ফের জেল হেফাজত চাইল ইডি।
আরও পড়ুন- নিম্নচাপের ধাক্কায় বুধেও বৃষ্টি শহরে, ভারী বৃষ্টির সতর্কতা আরও চার জেলায়
এদিন ভার্চুয়াল শুনানিতে পার্থ আদালতে জানান, ইডি কিছু তাঁর থেকে পায়নি। তিনি একজন জনপ্রতিনিধি। বিরোধী দলনেতা ছিলেন। এসএসকেএম হাসপাতাল ও জোকার রিপোর্ট দেখার আর্জি করেন তিনি। এই বলতে বলতে কেঁদে ফেলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আবেদন, ‘প্লীজ আমাকে দেখুন, আমার পাশে থাকুন।’ আসলে তাঁকে যে ভাবে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শারীরিক পরীক্ষার জন্য, সেই কথা বলতে গিয়েই কেঁদে ফেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।
এদিকে পার্থর আইনজীবী আদালতে জানিয়েছেন, চিটফান্ড কান্ডে সুদীপ্ত সেন ও গৌতম কুন্ডু বিরুদ্ধে অভিযোগ ছিল। তবে পার্থ চট্রোপাধ্যায়ের বিরুদ্ধে এমন কিছু নেই। পার্থের কাছ কোনও টাকা পাওয়া যায়নি। উদ্ধার হওয়া টাকা পার্থ চট্রোপাধ্যায়ের তা প্রমাণ করতে পারেনি ইডি। এমনকি কোনও কাগজপত্রও উদ্ধার করা যায়নি। জামিন পাওয়া যোগ্য পার্থ চট্টোপাধ্যায়। দাবি তাঁর। পাশাপাশি তাঁর এও বক্তব্য, তথ্য প্রমাণের কোনও ভিত্তি নেই, তাও ৫৬ দিন জেলা হেফাজতে রয়েছেন পার্থ।