সিবিআই হেফাজতে কেমন কাটল পার্থর প্রথম রাত?

সিবিআই হেফাজতে কেমন কাটল পার্থর প্রথম রাত?

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পর তাঁকে হেফাজতে নিয়েছে সিবিআই। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই থাকতে হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। শারীরিক অসুস্থতার কথা বলে এবারেও জামিন পাননি তিনি। গতবারের শুনানির মতো এবারও প্রায় কেঁদে ফেলেছিলেন পার্থ, তাও কোনও লাভ হয়নি। অবশেষে যেতে হয়েছে সিবিআই হেফাজতেই। তাহলে সেখানে তাঁর প্রথম রাতের অভিজ্ঞতা কেমন হল?

আরও পড়ুন- গরু পাচার মামলায় ফের কেষ্টর বাড়িতে সিবিআই হানা, জিজ্ঞাসাবাদ অনুব্রত-কন্যা সুকন্যাকে

একাধিক সূত্র মারফৎ জানা গিয়েছে, প্রথম রাতেই ওষুধের অনিয়ম হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এই নিয়ে তিনি তাঁর আইনজীবীকে জানিয়েছেন এবং সে সিবিআইকেও নাকি এই তথ্য দিয়েছে। এছাড়াও খবর, রাতে অনেকবার ঘুমও ভেঙেছে পার্থ চট্টোপাধ্যায়ের। আসলে সিবিআই এখনও ঠাওর করে উঠতে পারেনি যে তাঁকে কখন কোন ওষুধ দিতে হবে। সেই কারণেই মূল সমস্যা হচ্ছে বলে অনুমান। তাই বলাই যায়, সিবিআই হেফাজতের প্রথম রাত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে একেবারেই ভালো নয়। আসলে আদালতে এই অসুস্থতার কথাই বারবার বলেছিলেন পার্থ। বিচারককে অনুরোধের সুরে বলেছিলেন, ”বিচারের প্রতি আস্থা রাখছি। আপনি আপনার মতো বিচার করবেন। আমি খুব অসুস্থ, সারা দিন অনেক ওষুধ খাই।”  কিন্তু তাতে কোনও লাভ হয়নি।

শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় হাজিরা দিতে গিয়েছিলেন আলিপুর আদালতে। নির্দেশ এসেছে, ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে থাকবেন পার্থ এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়৷ এখন অনুমান শনিবারই হয়তো দুজনকে একসঙ্গে বসিয়ে জেরা করা হতে পারে। সিবিআই ইতিমধ্যেই দাবি করেছে, দুর্নীতির ‘মাস্টারমাইন্ড’ পার্থ চট্টোপাধ্যায়ই।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − five =