কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শুক্রবার রাতে মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড় থেকে ২১ কোটি টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ শুক্রবার সকাল থেকে প্রায় ২৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷
আরও পড়ুন- ‘নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলাম, পাইনি’, হাসপাতাল থেকে বেরিয়ে বললেন পার্থ
১৯৫২ সালের ৬ অক্টোবর কলকাতায় জন্ম পার্থ চট্টোপাধ্যায়ের। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন তিনি। তারপর আসুতোষ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে রাজ্যের শিল্পমন্ত্রীর৷ তিনি অ্যান্ড্রু ইউল সংস্থার এইচআর প্রফেশনালও ছিলেন।
২০০১ সালে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে প্রথম বিধানসভায় পা রাখেন পার্থ চট্টোপাধ্যায়৷ রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার আগে ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত পার্থ ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা৷ ২০১১ সালে ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস৷ ওই বছর বেহালা পশ্চিম থেকেই ৫৯,০২১ ভোটের ব্যবধানে জিতে তৃতীয়বারের জন্য বিধায়ক নির্বাচিত হন পার্থ চট্টোপাধ্যায়। এর পর পশ্চিমবঙ্গ রাজ্যসভার ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন তিনি।
জন্মলগ্ন থেকেই তৃণমূলের সঙ্গে রয়েছেন পার্থ৷ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রথম সারির বলিষ্ঠ নেতা তিনি। ২০১৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস৷ সরকার গঠনের পর তিনি রাজ্যের উচ্চশিক্ষা ও স্কুলশিক্ষা বিভাগের মন্ত্রী নির্বাচিত হন। একুশের বিধানসভায় ফের বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল৷ তাঁকে রাজ্যের শিল্পমন্ত্রীর দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি দলের মহাসচিবও বটে৷ দলীয় কাঠামোয় যা তৃণমূলের সভানেত্রীর ঠিক পরেই।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
এসএসসি কেলেঙ্কারিতে তাঁর গ্রেফতারির পর যে প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে উঠেছে, সেটি হল মন্ত্রিত্ব থেকে বা দলের পদ থেকে কি সরানো হবে পার্থকে? এ প্রসঙ্গে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি দল৷ তবে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার হওয়ার পরই কুণাল টুইটে লেখেন, এই টাকার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই৷ অর্থাৎ, পার্থের সঙ্গে যে একটা ‘দূরত্ব’ তৈরি করতে চাইছে দল, তা স্পষ্ট। যা দেখে মনে করা হচ্ছে, পার্থকে মন্ত্রিত্ব এবং দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে৷ আজই এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কি না, আপাতত সেটাই দেখার।
এসএসসি নিয়োগ কেলেঙ্কারিতে এর আগেও সিবিআই-এর জেরার মুখে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়৷ সেই সময় গ্রেফতারি এড়াতে আদালতের দ্বারস্থও হয়েছিলেন৷ তখন গ্রেফতার করা না হলেও, তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার হওয়ার পরই বেসামাল পার্থ৷ ইডি-র হাতে গ্রেফতার হন তিনি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
