পুলওয়ামা হামলায় ক্ষতিগ্রস্ত মেরুদণ্ড, মেলেনি আর্থিক সুবিধা! আদালতে বাঙালি জওয়ান

পুলওয়ামা হামলায় ক্ষতিগ্রস্ত মেরুদণ্ড, মেলেনি আর্থিক সুবিধা! আদালতে বাঙালি জওয়ান

কলকাতা: পুলওয়ামা হামলার কথা ভুলে হয়তো কেউই যাননি। ৪০ জন জওয়ান শহিদ হয়েছিলেন সেই জঙ্গি হামলায়। জম্মু ও কাশ্মীরের ওই জঙ্গি হামলাতেই মারাত্মক জখম হন বাংলার নবদ্বীপের সিআরপিএফ জওয়ান নিগমপ্রিয় চক্রবর্তী। প্রাণে বেঁচে গেলেও জীবন তাঁকে যেন অন্য শাস্তি দিচ্ছে। হামলার কারণে তাঁর মেরুদণ্ড ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার পর থেকেই চাকরি নেই, বেতন নেই তাঁর। এমনকি চাকরি পরবর্তী কোনও সুযোগ, সুবিধেও পাননি, আর্থিক সাহায্য তো দূর। এবার তাই বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হলেন প্রাক্তন সিআরপিএফ জওয়ান। কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তিনি। তাঁর ক্ষোভ রাজ্য সরকারের বিরুদ্ধেও।

আরও পড়ুন: প্রায় ৬ লক্ষ আধার নম্বর বাতিল! আপনারটা হল না তো

২০১৯ সালে পুলওয়ামায় জঙ্গি হামলার মুখে যে সিআরপিএফের একটি দল পড়ে সেই দলে ছিলেন নবদ্বীপের নিগমপ্রিয় চক্রবর্তী। তাঁর বাঁ হাতে একটি গুলি লাগে, অন্য একটি গুলি লাগে তার শিরদাঁড়ায়। সেই গুলিটি এখনও সেখানে বিঁধে রয়েছে, তাই সমস্যা চূড়ান্ত। যদিও এমন অবস্থাতেও তাঁর লড়াইয়ের জন্য জওয়ানদের বাসে উঠতে পারেনি জঙ্গিরা। কিন্তু এখন এই বীর যোদ্ধাই নিজের প্রাপ্য পাওয়ার অন্য লড়াই করছেন। পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া সার্টিফিকেট অনুযায়ী বর্তমানে ৮০ শতাংশ বিশেষভাবে সক্ষম নিগমপ্রিয়। তবে এখন চিকিৎসা চললেও চাকরি পরবর্তী কোনও সুযোগ সুবিধে তিনি পাচ্ছেন না। এই অভিযোগ তুলেই কলকাতা হাইরোর্টের দ্বারস্থ হয়েছেন নিগম। ঠিক কী অভিযোগ তাঁর?

jawan

আদালতে এই বাঙালি জওয়ান দাবি করেছেন, তিনি চাকরি পরবর্তী কোনও সুযোগ সুবিধে পাচ্ছেন না। ‘Gallantry Award’-এর জন্য তাঁর নাম সুপারিশও করা হয়নি। একবারের জন্যও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। শুধু তাই নয়, চিকিৎসার জন্য যাতায়াতের খরচ তাঁকেই বহন করতে হচ্ছে। এতেই ভেঙে পড়ছেন তিনি। সব শুনে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের নির্দেশ, সিআরপিএফ কর্তৃপক্ষ একটি মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা করাবেন তাঁর। এছাড়াও এও নির্দেশ, জওয়ান হিসেবে কাজ করতে না পারলেও তাঁকে কোনও অফিসিয়াল ডিউটি দিতে হবে। আর যতদিন না পর্যন্ত এই ব্যবস্থা হয় ততদিন তাঁকে বেতন দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − seven =