গবেষক ছাত্রের আত্মহত্যা নিয়ে ঘনীভূত হচ্ছে সন্দেহ

গবেষক ছাত্রের আত্মহত্যা নিয়ে ঘনীভূত হচ্ছে সন্দেহ

 

নদীয়া:  গত রবিবার রাতে নদীয়ার হরিণঘাটা ISER প্রতিষ্ঠানে শুভদীপ রায় নামে এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে৷ ওই আত্মহত্যা নিয়ে সন্দেহ ঘনীভূত হচ্ছে ক্রমশই‌। ঘটনার সুবিচার চেয়ে বুধবার রাতে ৬০০-রও বেশি ISER এর ছাত্র-ছাত্রী কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ দেখায়৷

তাঁদের দাবি, মৃত্যুর পরে তার পকেট থেকে উদ্ধার হওয়া একটি সুইসাইড নোট পরিবারের কাছে দেওয়া হচ্ছে না৷ হরিণঘাটা থানার মোহনপুর পুলিশ ফাঁড়িতে শুভদীপের মা লিখিত অভিযোগ জানালেও, এফ আই আর কপি হাতে পাননি এখনও৷ এমনকি জাগুলি হাসপাতালে তার মৃতদেহ মাকে দেখতে দেওয়া হয়নি পর্যন্ত‌।

পড়ুাদের বক্তব্য, এই ধরণের নানা গোপনীয়তার কারণে সন্দেহ আরো দানা বাঁধছে ছাত্রছাত্রীদের মধ্যে৷ তারা জানতে পেরেছে ওই সুইসাইডনোটে যাদের নাম রয়েছে প্রশাসন সব জানা সত্ত্বেও তাদের এখনও গ্রেফতার করেনি। দুর্ভাগ্যজনকভাবে এক ছাত্রের মৃত্যুতে গোটা কলেজ শোকোস্তব্ধ হয়ে গেলেও ডিরেক্টরেরা কোনও  সমবেদনা জানান তো দূরে থাক এ বিষয়ে কোনও ভ্রুক্ষেপ নেইনি। স্বাভাবিকভাবে গবেষক ছাত্রের মৃত্যুর ঘটনায় সঠিক তদন্তের দাবি তুলেছেন পড়ুয়ারা৷ তাঁদের কথায়, কি এমন ঘটেছিল যে নিজের উজ্জ্বল ভবিষ্যতের জীবনকে এভাবে শেষ করে দিতে বাধ্য হল শুভদীপ৷ যদিও এই বিষয়ে পুলিশ বা সংস্থার ডিরেক্টদের কারও প্রতিক্রিয়া এখনও মেলেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + three =