ডান পা প্রায় অকেজো! ইংলিশ, ক্যাটালিনার পর নর্থ চ্যানেলও জয় বাঙালি যুবকের

ডান পা প্রায় অকেজো! ইংলিশ, ক্যাটালিনার পর নর্থ চ্যানেলও জয় বাঙালি যুবকের

কলকাতা: তিনি এককথায় হার মানতে শেখেননি। হার কাকে বলে তা হয়তো তিনি জানেন না। তাই আর্থিক অনটন, শারীরিক প্রতিবন্ধকতা, অভাব কিছুই তাঁকে আটকে রাখতে পারেনি। ইংলিশ চ্যানেল ও ক্যাটালিনা চ্যানেল আগেই জয় করা হয়ে গিয়েছে। এবার ইউরোপের নর্থ চ্যানেলও জয় করলেন হাওড়ার সালকিয়ার যুবক রিমো সাহা। পোলিওর জন্য ডান পা প্রায় অকেজো তাঁর। কিন্তু যুদ্ধ জয়ের নেশা সবকিছু ভুলিয়ে দেয় তাঁকে।

আরও পড়ুন- DA মামলায় ফের ধাক্কা রাজ্যের, রায় পুনর্বিবেচনার জন্য রাজ্যের আর্জি খারিজ হাই কোর্টে

মঙ্গলবার নর্দান আইসল্যান্ড থেকে স্কটল্যান্ড পর্যন্ত ৪২ কিলোমিটার জলপথ অতিক্রিম করেছেন রিমো। আগে ইংলিশ চ্যানেল এবং ক্যাটলিনা চ্যানেল তিনি দলগতভাবে পার করেছেন। এবারও দলগতভাবেই এই চ্যানেল পার করলেন তিনি। তবে তাঁর দাবি অনুযায়ী, প্রথম বাঙালি হিসেবে তিনিই এই নর্দান চ্যানেল পার করলেন। জানা গিয়েছে, মাত্র ১৪ ঘণ্টা ৩৯ মিনিট ৪১ সেকেন্ডে এই চ্যানেল পার করেছেন রিমো। গোটা বিশ্বে যে সাতটি ওপেন চ্যানেল রয়েছে, তা পার করাই এই বাঙালির লক্ষ্য। সেই প্রেক্ষিতেই ধীরে ধীরে এই পথ ধরে এগোচ্ছেন তিনি।

কতটা কঠিন ছিল এই সাফল্য অর্জন করা? রিমো জানিয়েছেন, শুরু থেকেই একাধিক বাধা এসেছে তাঁর সামনে। সাঁতারে আসার জন্য বিপুল অর্থ লাগে তা জোগাড় করতে প্রথমে হিমশিম খেয়েছেন তিনি। রিমো জানিয়েছেন, তিনি পোলিও আক্রান্ত, ডান পা প্রায় অকেজো। তবে কোনও চাকরির প্রতিশ্রুতি পাননি কোথাও। এই নর্থ চ্যানেল আসার খরচ ছিল প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা। সেটার একটা অংশও ধার-দেনা করে পেতে হয়েছে। বাকির মধ্যে ২ লক্ষ টাকা দিয়েছে যুবকল্যাণ দফতর এবং স্থানীয় কাউন্সিলর আরও কিছু সাহায্য করেছিলেন বলে জানিয়েছেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =