কলকাতা: কুমন্তব্য এবং গালিগালাজ ভরা ভিডিও করেই তিনি ‘ফেমাস’। সম্প্রতি তিনি গ্রেফতার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অশালীন মন্তব্য করে। তিনি রোদ্দুর রায়। তবে হঠাৎ করেই যে তিনি তাদের গালিগালাজ করেছেন তা নয়, তিনি এইভাবেই ভিডিও বানান। এর আগে একাধিক মনীষীদের নিয়ে রোদ্দুর গালি দিতেই ভিডিও বানিয়েছেন কিন্তু তখন হইহই শুরু হলেও তাঁকে গ্রেফতার করা হয়নি। কিন্তু এবার হয়েছে। এখন এই রোদ্দুর রায় রীতিমত চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছেন। তবে তিনি এইভাবে ভিডিও বানিয়ে কত টাকা অ্যায় করেন সেটা জানলে কিন্তু চোখ কপালে উঠবে।
আরও পড়ুন- উত্তরে ঢুকেছে মৌসুমী বায়ু, দক্ষিণে ভ্যাপসা গরম, নিস্তার মিলবে কবে?
তাঁর অধিকাংশ ভিডিওতেই থাকে ভরপুর খিস্তি এবং অশালীন মন্তব্য। হেডফোন ছাড়া তাঁর ভিডিও শোনা দায়। অনেক সময়ই হতে পারে তাঁর ভিডিওর বক্তব্য শুনে যুক্তিপূর্ণ লাগলো, কিন্তু ভিডিওর যা ভাষা তা শুনে কান দিয়ে যেন রক্ত পড়বে। কিন্তু এই করেই তিনি প্রচুর টাকা কামাচ্ছেন। অর্থাৎ আপনার কান গরম হলে রোদ্দুর রায়ের পকেট গরম হবে। তথ্য বলছে, ভিডিও থেকে রোদ্দুর রায় মাস গেলে ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত রোজগার করেন। এইবার ভেবে নিন বছরে কত হচ্ছে। ভিডিও ছাড়াও তিনি তথ্য-প্রযুক্তিতে কাজ করতেন, বই লিখেছেন, সেখান থেকেও টাকা আসে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
জেনে রাখা ভালো, এটি তাঁর আসল নাম নয়। আসলে রোদ্দুর রায়ের নাম অনির্বাণ রায়। বর্তমানে দিল্লির বাসিন্দা হলেও তিনি পূর্ব মেদিনীপুরের রামনগরের ছেলে। রামনগর কলেজ থেকেই স্নাতক হন তিনি। পরে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার সুবাদে দিল্লিতে তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ পান। কাজ করতে করতেই তিনি গবেষণা নিয়েও ব্যস্ত। তাঁর বিষয় চেতনা বিজ্ঞান।
