দিলীপ বললেন, ‘বড় নেত্রীর খোঁজ রাখি না’, নাম না করে বিঁধলেন রূপা? চরমে তরজা

দিলীপ বললেন, ‘বড় নেত্রীর খোঁজ রাখি না’, নাম না করে বিঁধলেন রূপা? চরমে তরজা

কলকাতা: রাজ্য রাজনীতিতে এখন জল্পনার কেন্দ্রে রূপা গঙ্গোপাধ্যায়৷ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে বিজেপি’র সদ্য প্রাক্তন বিজেপি সাংসদ রূপার সাক্ষাতের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল৷ সেই রেশ এখনও কাটেনি৷ রূপার এই পদক্ষেপে চাপানউতোর বিজেপি’র অন্দরে৷ 

আরও পড়ুন- তৃণমূলের পঞ্চায়েত সদস্য-সহ ৩ জনকে গুলি করে কুপিয়ে খুন, ব্যাপক উত্তেজনা ক্যানিংয়ে

এদিকে কুণালের সঙ্গে রূপার সাক্ষাৎ প্রসঙ্গে  দিলীপ ঘোষ বলেন, “আমার জানা নেই, কে কোথায় যাবেন। আমরা বড় নেত্রীর খোঁজখবর রাখি না।” দিলীপের এই মন্তব্যের আগেই অবশ্য ফেসবুকে একটি পোস্ট করেছিলেন সদ্য প্রাক্তন বিজেপি সাংসদ৷ সেখানে তিনি লেখেন, “যাঁরা গালাগাল দিচ্ছেন, তাঁদের অনেকেই মেদিনীপুর, খড়গপুরের লোক, গল্পটা বুঝলাম না…। আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি কম, প্রোফাইল সার্চ করি বেশি…”। 

কুণালের সঙ্গে সাক্ষাতের পরেই ফেসবুকে রূপার এই পোস্ট দেখে ওয়াকিবহাল মহলের প্রশ্ন, কাকে নিশানা করতে চেয়েছেন বিজেপি নেত্রী? তাঁর নিশানায় কি দলের সর্ব ভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ? ওই ফেসবুক পোস্টের কমেন্টে রূপা আরও লিখেছেন, “আমার সঙ্গে গত পাঁচ বছরে বিমানে সব দলের নেতৃত্বের দেখা হয়েছে, তাহলে কি কারও সঙ্গে কথা বলা যাবে না।” দিলীপ আবার এই ফেসবুক পোস্টের প্রেক্ষিতে বলেন, “আমি কাউকে গালাগাল করি না। পার্টিটাই মন দিয়ে করি।”

প্রসঙ্গত, দলে ঠোঁটকাটা হিসাবেই পরিচিত রূপা৷ নানা বিতর্কে জড়িয়ে দলের সঙ্গে দূরত্বও বেড়েছে তাঁর। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় এই তারকা নেত্রী লিখেছিলেন, “রাজনীতিতে না এলে জানাই হত না, যে কত অযথা সময় নষ্ট করে মানুষ।” এর পরেই কুণালের সঙ্গে এক ফ্রেমে ধরা পড়েন রূপা গঙ্গোপাধ্যায়৷