চলন্ত ট্রেনে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ জওয়ানের বিরুদ্ধে! ধৃতের জেল হেফাজত

চলন্ত ট্রেনে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ জওয়ানের বিরুদ্ধে! ধৃতের জেল হেফাজত

দুর্গাপুর: যে রক্ষক সেই ভক্ষক! আবার এমন ঘটনার কথা সামনে এল। চলন্ত ট্রেনে এবং দুর্গাপুর স্টেশনে এক তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক সেনা জওয়ানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়া-কালকা মেলে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে হাজিরা করা হয়। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন- নাগাড়ে কমছে সুস্থতা, বাড়ছে সংক্রমণ! বঙ্গে আজ আক্রান্ত সাড়ে ৯০০

তরুণী জানিয়েছেন, দুর্গাপুর যাওয়ার জন্য হাওড়া থেকে ট্রেনে ওঠার পর ওই জওয়ানকে তিনি দেখেন প্রায় অর্ধ নগ্ন অবস্থায় কামরায় ঘুরে বেড়াতে। অনেক যাত্রী এতে আপত্তি তুললেও তিনি তা শোনেননি। তাঁর অভিযোগ, দুর্গাপুর স্টেশনে নামার জন্য কামরার গেটের সামনে দাঁড়িয়ে থাকাকালীন ওই জওয়ান তাঁকে পিছন থেকে জাপটে জড়িয়ে ধরেন। তার আগে তিনি অশ্লীল অঙ্গভঙ্গিও করেছিলেন। তবে জড়িয়ে ধরতেই তিনি চিৎকার করে ওঠেন। তরুণী জানাচ্ছেন, ওই জওয়ান তাঁর সঙ্গে দুর্গাপুর স্টেশনেও নেমে যান। কিন্তু চিৎকারের কারণে তিনি আবার ট্রেনে উঠে বাথরুমে লোকাতে যান। কিন্তু তত ক্ষণে ট্রেনের টিটি-র সঙ্গে লোকজন ছুটে আসে এবং জিআরপিও চলে আসে। বাথরুম থেকেই ওই জওয়ানকে তারা আটক করেন।

জানা গিয়েছে, ওই ট্রেনে এসএসবির ৬৩ ব্যাটেলিয়নের একটি দল ছিল। তাঁদের মধ্যেই ছিলেন এই জওয়ান, ধীরেন্দ্র মিশ্র। মঙ্গলবার সকালে তরুণী অন্ডাল জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করেন ওই জওয়ানের বিরুদ্ধে। এরপর রেল পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আসানসোল আদালতে তোলে। বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 7 =