কলকাতা: পুজো কার্নিভালের জন্য শনিবার চাকরিপ্রার্থীদের ধর্নায় না বসার নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন। বিকেলেই নোটিশ পাঠিয়ে তাদের সেই ব্যাপারে অবগত করেছে ময়দান থানা। তবে প্রাথমিকভাবে চাকরিপ্রার্থীরা জানাননি যে তারা ধর্না তুলবেন কী তুলবেন না। এই বিষয় নিয়ে তারা বৈঠক করেছেন। অবশেষে জানা গেল, আগামীকাল তারা ধর্না থেকে সরে যাচ্ছে। একদিনের জন্য তারা ধর্না প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন- ‘ভাষার ছুড়ি ছিঁড়ে ফেলবে কল্পনার পর্দা’, সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ফরাসি লেখিকা অ্যানি
পুজো কার্নিভাল নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে প্রশাসন। নিরাপত্তা নিয়ে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে পুলিশ। শনিবার এই পুজো কার্নিভালের জন্যই মেয়ো রোড সহ আশেপাশের একাধিক এলাকায় নিরাপত্তা থাকবে আঁটোসাঁটো। সেই প্রেক্ষিতেই পুলিশের তরফে চাকরিপ্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে ওই গান্ধীমূর্তি এলাকায় শনিবার ধর্নায় না বসতে। এই বিষয়ে চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, তারা প্রশাসন বিরোধী কোনও কাজ করতে চান না। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অবশ্যই পালন করবেন। তাই তারা শনিবার বিক্ষোভ করবেন না। কিন্তু রবিবার থেকে আবার তারা পুরনো অবস্থানেই ফিরছেন।
চাকরিপ্রার্থীদের বক্তব্য, তারা এখানে বসে থাকতে আসেননি। তারা চান, মুখ্যমন্ত্রী কার্নিভালের মঞ্চ থেকে একবার অন্তত তাদের মঞ্চে আসুন, চাকরির নিয়োগ পত্রের ব্যাপারে বলুন, তারা চিরতরেই এখান থেকে উঠে যেতে চান। এতএব তারা যেহেতু কোনও প্রশাসন বিরোধী কাজ করতে চান না, তাই আগামীকালের জন্য যে নির্দেশ, তা তারা মানবেন।
