জেল হাসপাতালে পার্থ, এসএসকেএম থেকে গেলেন একাধিক চিকিৎসক

জেল হাসপাতালে পার্থ, এসএসকেএম থেকে গেলেন একাধিক চিকিৎসক

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর এখন আপাতত জেলেই আছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিকে আবার গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। জানা গিয়েছিল, অনুব্রতকে নিয়ে খোঁজ নিয়েছিলেন পার্থ, তিনি একই জেলে আসবেন কিনা, জানতে চেয়েছিলেন। তবে আচমকা জেল হাসপাতালে যেতে হয়েছে পার্থকে বলে জানা গিয়েছে সূত্র মারফৎ। অনুব্রত মণ্ডলের গ্রেফাতারির পরেই নাকি তিনি অসুস্থ বোধ করেন। এও জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে এসএসকেএম থেকে গিয়েছেন ৮ জন চিকিৎসক।

আরও পড়ুন- ‘মা’কে দেখবেন’ মন্তব্য করে কটাক্ষের শিকার অর্পিতা, নেটিজেনরা দিল দাওয়াই

জেল সূত্রে খবর, গত কয়েকদিন বেশিরভাগ সময় পার্থ চট্টোপাধ্যায় জেলের হাসপাতালে ছিলেন। শনিবার তাঁকে দেখতে ৮ জন চিকিৎসকের একটি টিম গিয়েছিলেন প্রেসিডেন্সি জেলে। তাঁরা নাকি জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের যে শারীরিক সমস্যাগুলি রয়েছে, তার চিকিৎসা জেলে থাকা অবস্থায় করানো সম্ভব নয়। তবে জেলে কী ভাবে পার্থকে রাখতে হবে, কী কী বিষয়ে পর্যবেক্ষণ করতে হবে, তার গাইডলাইন চিকিৎসকরা দেবেন বলে খবর। আগেই জানা গিয়েছিল যে জেলের প্রথম কয়েকটি রাত ভাল করে খুমোতে পারেননি পার্থ। তারপর তাঁর পা ফুলেছিল, শ্বাসকষ্টের সমস্যাও হয়েছিল। তাই এখন তাঁকে নিয়ে নতুন করে চিন্তিত জেল কর্তৃপক্ষ।

আগে যখন পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হয়েছিল তখন হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানান হয়েছিল, তাঁকে ভর্তি করার মতো কোনও কিছু হয়নি। বুকে ব্যাথা বা তেমন কোনও সমস্যা নেই পার্থ চট্টোপাধ্যায়ের। ক্রনিক কিছু রোগে ভুগছেন তিনি। পরে আদালতের নির্দেশে জোকা ইএসআই হাসপাতালে নির্দিষ্ট সময়ে সময়ে তাঁর শারীরিক পরীক্ষা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =