কলকাতা: দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর মন্তব্যের প্রেক্ষিতে ইতিমধ্যেই রাজনৈতিক প্রতিক্রিয়া দেওয়া শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে, তিনি একদম জনগণের মনের কথা বলেছেন। কিন্তু বিজেপি তাঁর এই মন্তব্যের সঙ্গে কখনই একমত হতে পারছে না। বরং তাদের কটাক্ষ, ‘বিশেষ রঙের চশমা’ পরে এই কথা বলেছেন তিনি, এটা তাঁর বক্তব্যই নয়।
আরও পড়ুন: নদী প্রায় ভরছে মৃতদেহে! আরও করুণ অবস্থা ধস কবলিত মণিপুরের
এক সংবাদ মাধ্যমে টেলিফনিক সাক্ষাৎকার দিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, অমর্ত্য সেন যা বলেছেন সেটা তাঁর উপলব্ধি নয়, রাজনৈতিক পক্ষপাতিত্ব। ‘বিশেষ রঙের চশমা’ পরে মন্তব্য করেছেন তিনি। শমীকের কটাক্ষ, দেশের বর্তমান প্রধানমন্ত্রী পদে আসার আগে তাঁর সম্পর্কে অমর্ত্য সেন কী বলেছিলেন তা সকলে জানেন, এদিকে এই সরকারের সঙ্গে তাঁর কেমন সম্পর্ক তাও কারোর অজানা নয়। আবার নালন্দা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি কী কী করেছিলেন তাও সবাই মনে রেখেছেন। তাই বিজেপি নেতার কথায়, যত বড়ই প্রতিভা তিনি হন না কেন, ওই ‘বিশেষ চশমা’ পরে বিবৃতি দিতেই পারেন।
আসলে অমর্ত্য সেন দাবি করেছেন, এই মুহূর্তে দেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে তিনি ভীত এবং ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তিনি বলেন, বর্তমানে এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে যাতে ইতিহাস বদলে দেওয়া যায় বা মুসলিমের অস্তিত্ব অবজ্ঞা করা হয়। কিন্তু সকলেই জানেন যে এইভাবে সত্যিটা বদলে যায় না। অর্থনীতিবিদের কথায়, ভারত শুধুমাত্র হিন্দুদের নিয়ে চলতে যেমন পারে না, তেমন শুধু মুসলিমদের নিয়েও চলতে পারে না। সকলকে এক হয়ে থাকতে হবে, একসঙ্গে চলতে হবে। তাহলেই দেশ থাকবে।