কলকাতা: পিংলা থেকে শুরু করে বোলপুর, মাটিয়া, ইংরেজবাজার, ভাঙর সব জায়গায় নারী নির্যাতনের ঘটনা। একাধিক ঘটনায় আবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সদস্য জড়িত। সরকারের বড় অস্বস্তির মাঝে আবার বিতর্ক বাড়িয়েছে তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্য। তিনি বলেছেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেখানে নারী নির্যাতনের একটি ঘটনা ঘটলেও তা লজ্জার বিষয়। তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে এখন আলোচনা তুঙ্গে। কিন্তু তাঁর এই মন্তব্যের সঙ্গে একমত হতে পারেননি বীরভূমের তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়।
আরও পড়ুন- রত্নার বাড়িতে বিশাল বিক্ষোভ, বেহালার গুলিকাণ্ডে তৃণমূল যুবনেতার ওপর ‘কোপ’
আজ এসএসকেএম হাসপাতালে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে দেখতে আসেন শতাব্দী রায়। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ সৌগত রায়ের বক্তব্য প্রসঙ্গে মন্তব্য করেন তিনি। সাংসদ বলেন, এমন যে কোনও ঘটনা দুঃখজনক এবং লজ্জাজনক। কিন্তু মুখ্যমন্ত্রী তো এই ঘটনা চাননি। কোনও সরকার, কোনও মন্ত্রী কি চাইবে এটা? তাই কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা বলে সেই রাজ্যে ধর্ষণ হবে না এটা ব্যাপার নয়। পুরুষ-নারী নির্বিশেষে যিনিই মুখ্যমন্ত্রী হন না কেন, কোনও রাজ্যেই এমন ঘটনা অনভিপ্রেত। তাঁর কথায়, এই ধরণের যে কোনও ঘটনা মর্মান্তিক, কষ্টের। আসলে ঠিক কী বলেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়?
বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আয়োজিত দক্ষিণেশ্বরের এক কর্মসূচিতে যোগ দেন সাংসদ। সেখানে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হলে সেই রাজ্যে নারী নির্যাতনের একটি ঘটনা ঘটলেও তা লজ্জার বিষয়। তবে এর পাশাপাশি তিনি এও বলেছেন যে, পুলিশ-প্রশাসন নিজেদের কাজ ঠিকভাবে করবেন বলেও তিনি আশা রাখছেন। গতকাল আবার তৃণমূলের অন্য এক সাংসদ সুখেন্দু শেখর রায় ‘পারিবারিক তত্ত্ব’ ব্যাখ্যা করেছেন ধর্ষণ নিয়ে। যা অধিকাংশ কেউ ভালোভাবে নেয়নি।