কলকাতা: বাগুইআটির জোড়া খুনের মূল চক্রী সত্যেন্দ্র চৌধুরী শুক্রবার ধরা পড়েছে। তাকে আগামী ১৪ দিন হেফাজতে নিয়ে জেরা করবে সিআইডি, এমনটাই নির্দেশ দিয়েছে বারাসতের আদালত। এদিনই হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার করা হয়েছিল তাকে। তারপর সত্যেন্দ্রকে তোলা হয় আদালতে। সিআইডি তাকে নিজেদের হেফাজতেই নিতে চায়। আদালত সেই প্রেক্ষিতে রায় দিয়েছে।
আরও পড়ুন- বাগুইআটির জোড়া খুনে গ্রেফতার মাস্টারমাইন্ড সত্যেন্দ্র, হাওড়া স্টেশন থেকে ধরল পুলিশ
বাগুইআটির দুই কিশোরকে কেন, কী ভাবে খুন করা হয়েছে তা জানতেই সত্যেন্দ্রকে হেফাজতে নিয়ে জেরা করতে চেয়েছে সিআইডি। জানা গিয়েছে, খুনের পরিকল্পনা কী ছিল, কী অস্ত্র ব্যবহার করা হয়েছিল হত্যার জন্য সব জেরায় জানতে চাইবে তারা। এমনকি ঘটনাস্থলে সত্যেন্দ্রকে নিয়ে গিয়ে ঘটনাটির পুনর্নির্মাণও করা হবে বলে সূত্রের খবর। এদিকে সত্যেন্দ্রের জন্য যে সরকারি আইনজীবী নিয়োগ করা হয়েছিল তিনি আদালতে দাবি করেন তার জামিনের জন্য। বলা হয়, সত্যেন্দ্রই যে খুন করেছে তার কোনও প্রমাণ নেই, কোনও প্রত্যক্ষদর্শী নেই। যদিও সিআইডি যে পাল্টা যুক্তি দিয়েছে তাতেই আদালত গোয়েন্দা সংস্থার অনুকূলে নির্দেশ দিয়েছে।
শুক্রবার হাওড়া স্টেশন থেকে ট্রেনে চেপে পালানোর চেষ্টা করছিল সত্যেন্দ্র। স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট কাটছিল সে। কিছুদিন রাজ্যের বাইরে গা-ঢাকা দিয়ে থাকতে হবে ঘরে নিয়েই টিকিট কাটার আগে অনলাইনে একটি লেনদেনও করে সত্যেন্দ্র। আর ওই অনলাইন লেনদেনের সূত্র ধরেই সত্যেন্দ্রর খোঁজ পেয়ে যায় বিধাননগর পুলিশ৷ নিহত দুই কিশোরের বাড়ির লোকের আর্জি সত্যেন্দ্রকে ফাঁসি দিতে হবে।
