দেশ নয়, বিশ্বের কাছে ‘রোল মডেল’ মমতা, ধর্মতলায় বললেন শত্রুঘ্ন

দেশ নয়, বিশ্বের কাছে ‘রোল মডেল’ মমতা, ধর্মতলায় বললেন শত্রুঘ্ন

কলকাতা: ২১ জুলাই সভা কেমন তা এই প্রথমবারের জন্য প্রত্যক্ষ করছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তিনি অবশ্য এবার আসানসোলের তৃণমূল সাংসদ হয়েই এখানে এসেছেন। আর শহরের ২১-র ভিড় দেখে তিনি মুগ্ধ। মঞ্চে বক্তব্য রাখতে উঠেই তিনি বলেন, ‘বহত জান হ্যায় ইস ভিড় মে’। তাঁর এই ‘ডায়লগ’ শুনেই উল্লাসে ফেটে পড়ে গোটা চত্বর। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন তিনি।

আরও পড়ুন- এই প্রথম ২১ জুলাইয়ের সভায় গরহাজির গৌতম দেব, কেন?

নেতার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বা দেশ নয়, এখন গোটা বিশ্বের কাছে ‘রোল মডেল’। বিজেপি যেভাবে নিজেদের টাকা এবং এজেন্সি লাগিয়ে বাংলাকে অশান্ত করতে চেয়েছিল, তাকে দখল করতে চেয়েছিল, তার বিরুদ্ধে লৌহমানবীর মতো লড়াই করেছেন এবং এখনও করছেন মমতা। দেশের সবচেয়ে লড়াকু, সৎ এবং সফল নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি গোটা দেশের গর্ব। এমনই মত শত্রুঘ্নর। তিনি আরও দাবি করে বলেন, এই মুহূর্তে গোটা দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনপ্রিয় এবং সফল নেত্রী নেই।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 3 =