বাঁকুড়া: অবশেষে প্রতীক্ষার অবসান৷ পূরণ হল রেল যাত্রীদের দাবি৷ দীর্ঘ প্রায় আড়াই বছর অবশেষে চালু হতে চলেছে শিরোমনি ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন৷ তবে এবার নাম বদলে এই ট্রেনের নামকরণ করা হয়েছে হাওড়া-আদ্রা এক্সপ্রেস। করোনাকালের শুরু থেকেই বন্ধ ছিল শিরোমনি ফাস্ট প্যাসেঞ্জার৷ দেরিতে হলেও ফের তা চালু হওয়ায় খুশি রেল যাত্রীরা৷
বাঁকুড়া-পুরুলিয়ার মতো প্রান্তিক জেলার মানুষের সাত সকালে শহর কলকাতায় পৌঁছানোর একমাত্র ট্রেন হিসেবে দীর্ঘদিন পরিষেবা দিয়ে আসছিল শিরোমনি ফাস্ট প্যাসেঞ্জার এক্সপ্রেস। করোনার শুরুর সময় থেকে তা বন্ধ ছিল। পরে সাম্প্রতিক সময়ে সেই ট্রেন চালুর দাবিতে আন্দোলন শুরু হয়। অবশেষে সেই আন্দোলনের কাছে মাথা নোয়াতে বাধ্য হল রেলদপ্তর। খুশি নিত্যযাত্রীরা৷ বস্তুত এই ট্রেন চালুর দাবিতে আন্দোলনে নামার হুমকি দিয়েছিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তিনি বলেন, ‘‘যাই হোক, শেষ পর্যন্ত আমাদের দাবি পূরণ হল। এর ফলে এই এলাকার মানুষ উপকৃত হবেন বলে তিনি জানান।
রেলদপ্তর সূত্রে খবর, ভোর ৪ টা ৩৫ মিনিটে আদ্রা থেকে ছাড়বে এই ট্রেনটি। সকাল সাড়ে ৫ টায় বাঁকুড়া ও হাওড়ায় পৌঁছাবে সকাল ১০ টা ১০ মিনিটে। পরে বিকেল ৫ টা ৫০ মিনিটে হাওড়া থেকে এই ট্রেনটি ছাড়বে। বাঁকুড়া পৌঁছাবে রাত ১০টা ২৮ মিনিটে। ফের এই ট্রেন চালু হওয়ায় খুশী এই এলাকার মানুষ। নিত্যযাত্রীদের কথায়, ফের এই ট্রেনটি চালু হওয়ায় কলকাতা সহ জঙ্গলমহলের সঙ্গে যাতায়াতের অনেকখানি সুবিধা হল৷ তবে নয়া এই ট্রেনে লোকালের ভাড়া নয়, যাত্রীদের গুনতে হবে এক্সপ্রেসের ভাড়া৷