কলকাতা: ভর সন্ধ্যায় পার্ক স্ট্রিটে শ্যুটআউট৷ জাদুঘরের সামনে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি৷ গুলিবিদ্ধ হন দুই পুলিশকর্মী৷ একজন হেড কনস্টেবল এবং এক জন এএসআই জখম হন বলে সূত্রের খবর৷ তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে পুলিশ৷
আরও পড়ুন- বাগুইআটির বহুতলে উদ্ধার সদ্য বিবাহিতার রক্তাক্ত দেহ, নববধূর রহস্য মৃত্যু ছাতনায়, বাড়ছে রহস্য
ভারতীয় জাদুঘরের কাছে সিআইএসএফ ব্যারাক লক্ষ্য করে গুলি চলানোর অভিযোগ উঠেছে। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান অপর এক জওয়ানকে লক্ষ্য করে গুলি চালান৷ জানা যাচ্ছে, যিনি গুলি চালিয়েছেন, তিনি এই মুহূর্তে জাদুঘরের মধ্যেই রয়েছেন৷ এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পার্ক স্ট্রিটে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে৷
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এমএলএ হস্টেলের ঠিক উল্টো দিকে ভারতীয় জাদুঘরের গেটের কাছে ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একে-৪৭ বন্দুক দিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি চালান ওই সিআইএসএফ জওয়ান। সহকর্মী জওয়ানদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ব্যক্তিগত সমস্যা থেকে গুলি চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে৷ সূত্রের দাবি, এই ঘটনায় অন্তত দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা৷ বুলেটপ্রুফ জ্যাকেট পরে উপস্থিত হয়েছে পুলিশ বাহিনী৷ জাদুঘরের ভিতরে ঢোকানো হয়েছে কম্যান্ডো। নিয়ে আসা হয়েছে অ্যাম্বুল্যান্সও। এসে পৌঁছেছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা গাড়ি৷ সিআইএসএফ-এর অন্যান্য টিমও জাদুঘরের সামনে এসে পৌঁছেছে৷
কেন্দ্রীয় বাহিনীর যে কনস্টেবল গুলি চালিয়েছেন, দীর্ঘক্ষণ তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না৷ দেড় ঘণ্টা অপারেশ চালিয়ে অবশেষে গ্রেফচার অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
