ভরদুপুরে বিরিয়ানির দোকানে গুলি, প্রশ্নের মুখে বারাকপুরের সুরক্ষা

ভরদুপুরে বিরিয়ানির দোকানে গুলি, প্রশ্নের মুখে বারাকপুরের সুরক্ষা

 

বারাকপুর: বিরিয়ানির দোকানে দুষ্কৃতীদের গুলি৷ ঘটনায় গুলিবিদ্ধ দু’জন৷ ঘটনার জেরে এলাকায় উত্তেজনা৷ ঘটনাস্থলে পুলিশ৷

বারাকপুর ওয়ারলেস সংলগ্ন একটি প্রসিদ্ধ বিরিয়ানির দোকানে এদিন দুপুরে ৩জন দুষ্কৃতী বাইকে করে এসে পর পর পাঁচ রাউন্ড গুলি চালায়৷ ঘটনায় দোকানের এক কারিগর ও এক ক্রেতার দেহে গুলি লাগে৷ তাঁদের আশঙ্কাজনক অবস্থায় বারাকপুরের বি এন বোস মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়৷ দিনে-দুপুরে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন৷ ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে৷

বিরিয়ানি দোকানের মালিক জানিয়েছেন, এদিন দুপুর দুটো নাগাদ বাইকে করে তিনজন দোকানের বাইরে এসে দাঁড়ায়৷ তখন দোকানে অনেক ক্রেতাও ছিলেন৷ কিছু বুঝে ওঠার আগেই পর পর পাঁচ রাউন্ড গুলি ছোঁড়ে৷ একটি গুলি লাগে এক কর্মচারীর দেহে৷ অপরটি একজন ক্রেতার দেহে লাগে৷ এরপরই ফের বাইক স্টার্ট দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা৷

কী কারণে, কারা এই গুলি চালাল তা নিয়ে এলাকার বালিন্দাদের মধ্যে তীব্র আতঙ্কের আবহ তৈরি হয়েছে৷ কারণ, ব্যস্ততম এই সড়কে এদিন ভর দুপুরে যেভাবে গুলি চালানো ঘটনা ঘটল, তাতে রাজপথকেও আর সুরক্ষিত মনে করছেন না বাসিন্দারা৷ ওই দোকানের মালিক অবশ্য জানিয়েছেন, তাঁর সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা নেই৷ তবু কারা এই গুলি চালাল, তিনি বুঝতে পারছেন না৷ কারণ, দুষ্কৃতীদের প্রত্যেকের মুখেই ছিল হেলমেট৷ ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ৷ তাঁরা ঘটনার তদন্ত শুরু করেছেন৷ বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, ‘‘কারা, কেন গুলি চালালো সেটা পুলিশ খতিয়ে দেখছে৷ তবে এই ধরণের ঘটনা আমরা বরদাস্ত করব না৷ পুলিশ সিসিটিভি খতিয়ে দেখে শীঘ্রই অপরাধীদের গ্রেফতার করবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =