‘বাবা বেবি ও’র গানে রোমান্টিক ভিডিয়োয় ঝড় শোভন-বৈশাখীর

‘বাবা বেবি ও’র গানে রোমান্টিক ভিডিয়োয় ঝড় শোভন-বৈশাখীর

কলকাতা:  ফের চর্চায় শোভন-বৈশাখী৷ ঝড় তুললেন ‘মিষ্টি মধুর প্রেমের উপাখ্যান’-এর সুরে৷ আদ্যন্ত রোমান্টিক মুডে ধরা দিল এই লাভ বার্ডস৷ নিজের উদ্যোগেই এই ভিডিয়োটি তৈরি করেছেন তাঁরা৷ 

আরও পড়ুন- অপ্রত্যাশিত আচরণ জয়প্রকাশের! রাজ্যপালকে বিঁধে করলেন টুইট

প্রসঙ্গত, আজই মুক্তি পয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখ্যপাধ্যায়ের প্রযোজনায় অরিত্র মুখোপাধ্যায়ের ছবি ‘বাবা বেবি ও’৷ ছবিতে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত ও সোলাঙ্কি রায়৷ সেই ছবির গানেই ভিডিয়োটি বানালেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ চমক হাসানের কথা ও সুরে চমক হাসান ছাড়াও গানটি গেয়েছেন হেমলতা চক্রবর্তী৷ বৈশাখী গাইছেন, ‘বলেছিলে আমার জন্য লিখবে এমন গান, হবে এক মিষ্টি মধুর প্রেমের উপাখ্যান’৷  রোমান্টিক মুডে শোভন গাইলেন, ‘শোন প্রিয় শোন দিয়ে মন, সেই গান গাইছি এখন’৷ আর ঠিক তখনই শোভনের দিকে মিষ্টি হেসে ঝুঁকে আসেন বৈশাখী৷ কখনও আবার হাতে হাত রেখে তাঁরা দাঁড়িয়েছেন ব্যালকনিতে৷ কখনও সোফায় একে অপরকে জড়িয়ে ধরে গানের সঙ্গে ঠোঁট মেলালেন তাঁরা৷ 

তবে এটাই প্রথম নয়৷ এর আগেও ভিডিয়ো তৈরি করেছেন শোভন-বৈশাখী৷ কখনও মম চিত্তে, কখনও শাম্মী কাপুরের বিখ্যাত হিন্দি গানে বন্ধু শোভনকে ঘিরে নেচে উঠেছেন বৈশাখী৷ পোশাকেও তাঁর রং মিলান্তি৷ এর পর ভিক্টোরিয়ায় সামনে ঘোড়ার গাড়িতে শোভন-বৈশাখীর ‘পৃথিবী বদলে গেছে’৷ বারে বারে একে অপরের প্রেম সাগরে ডুব দিয়েছেন তাঁরা৷ ৫৭ না ১৭ তাঁদের দেখা বোঝা দায়৷ প্রেমের মরশুমে তাঁদের প্রেমের ছটায় সকলেই ফিঁকে হয়ে গিয়েছে৷ কখনও আবার বৈশাখী বলে উঠেছেন, তোমার মধ্যে যে এত রোমান্স তা তো বুঝিনি বাবা৷ কখনও আবার তাঁদের দেখা দিয়েছে প্রিন্সেপ ঘাটে৷ আর এবার ‘বাবা বেবি ও’ ছবির গানে বানিয়ে ফেললেন রোমান্টিক ভিডিয়ো৷ যার পরতে পরতে ফুটে উঠল শোভন-বৈশাখীর প্রেম৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =