BREAKING: দুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয়, অল্পের জন্য প্রাণ রক্ষা

BREAKING: দুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয়, অল্পের জন্য প্রাণ রক্ষা

কলকাতা ও তমলুক: বড়সড় দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর কনভয়৷ এদিন তমলুক-মারিশদার মাঝে জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে৷ ঘটনায় অল্প জখম হয়েছেন বিরোধী দলনেতার দেহরক্ষী৷ জানা গিয়েছে, একটি লরির সঙ্গে ধাক্কা লাগে কনভয়ের৷ তবে সংশ্লিষ্ট গাড়িটিতে ছিলেন না শুভেন্দু৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷ ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের কর্তারা৷ তবে লরির চালক পলাতক৷ তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷

এদিন দুপুরে ঘটনাটি ঘটেছে দিঘা-নন্দুকুমার ১১৬ বি জাতীয় সড়কের মারিশদার দুর্মুটের কাছে একটি পেট্রল পাম্পে৷ প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল৷ রাস্তার ধারে দাঁড়িয়েছিল একটি লরি৷ উল্টোদিক থেকে দিঘা-কল্যাণী রুটের একটি বাস পেট্রল পাম্পে ঢুকছিল৷ সেই বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে লরির পিছনে ধাক্কা মারে বিরোধী দলনেতার কনভয়৷

তবে সংশ্লিষ্ট গাড়িটিতে ছিলেন না শুভেন্দু৷ তিনি কনভয়ের অন্য একটি গাড়িতে ছিলেন৷ দুর্ঘটনার জেরে সংশ্লিষ্ট গাড়িটি দুমড়ে মুচড়ে যায়৷ পরে অন্য একটি গাড়িতে করে তমলুকের উদ্দেশ্যে রওনা দেন বিরোধী দলনেতা৷ ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ তবে ঘটনার পর থেকেই পলাতক লরির চালক৷ এভাবে জাতীয় সড়কের পাশে লরি রাখা নিয়ে উঠছে প্রশ্ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =