পদ থেকে সরানো হল সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে, অস্থায়ী উপাচার্য ইনি

পদ থেকে সরানো হল সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে, অস্থায়ী উপাচার্য ইনি

কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে পুনরায় নিয়োগের বিষয়ে নবান্ন যে সিদ্ধান্ত নিয়েছিল তা আগেই খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ পরে সুপ্রিম কোর্টে মামলা হওয়ায় সেই রায় বহাল রেখেছিল দেশের শীর্ষ আদালত। এবার অবশেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরানো হল সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে। এই নিয়ে বিজ্ঞপ্তিও জারি হয়েছে বৃহস্পতিবার।

আরও পড়ুন- পার্থর ফোনে মানিকের নম্বর সেভ ছিল ‘মানিক ভট্টাচার্য ল’ নামে! চার্জশিটে জানাল ইডি

জানা গিয়েছে, সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের জায়গায় উপাচার্য করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) আশিস চট্টোপাধ্যায়কে। যদিও তিনি অস্থায়ী এবং তিন মাসের জন্য এই পদে আসছেন। বৃহস্পতিবার রাজ্যের এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন রাজ্যপাল তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য লা গণেশন বলেও জানা গিয়েছে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে সোনালির নিয়োগ নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার রায়ে হাই কোর্ট জানিয়েছিল, উপাচার্য পদে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে পুনরায় নিয়োগের জন্য নবান্ন এক তরফা সিদ্ধান্ত নিয়েছিল। তাই সেই সিদ্ধান্ত খারিজ করা হয়েছিল।

রাজ্যে পরে এই ইস্যুতে সুপ্রিম কোর্টে যায়। তবে সুপ্রিম কোর্ট এই মামলা শোনার পর একই মত জানায়। সর্বোচ্চ আদালতের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও হিমা কোহলির বেঞ্চ তাদের চূড়ান্ত রায়ে জানায়, হাইকোর্টের রায় সর্বতোভাবে ঠিক। আদালত এও জানায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইনে যে ‘সমস্যার অপসারণে’র ধারা (রিমুভাল অফ ডিফিকাল্টি) রয়েছে, তার অপব্যবহার করে ওই নিয়াগ করেছে রাজ্য। আর সেটা করতে গিয়েই পশ্চিমবঙ্গে সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপালের ক্ষমতায় হস্তক্ষেপ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + eight =